এম.এস. পলাশ
জীবন ফুলের এক একটি পাপড়ি এক এক করে কেন জানি ঝড়ে যাচ্ছে, একটু একটু সময় এগিয়ে আসছে, মনে হচ্ছে নতুন এক জীবন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো এক দিন আমি আর থাকব না, সে দিন আমার লেখা থেকে যাবে। আমি থাকব আমার লেখার মাঝে, হয়তো কেউ কোন দিন আমার এই লেখাগুলি পড়বে না- কিন্তু আমি চাই, আমার এই লেখাগুলো রয়ে যাবে চিরদিন।
Latest posts by এম.এস. পলাশ (see all)
- উইন্ডোজ ১০ যে ভাবে আপগ্রেড করবেন উইন্ডোজ ৭ /৮ থেকে । - 31/10/2015
- উইন্ডোজ ১০ অফলাইন ডাউনলোড ও ফুল ভার্শন ইন্সটল করুন পেন ড্রাইভ দিয়ে! - 31/10/2015
- জেনে নিন জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস! - 12/02/2015
মাঝেমাঝে আমার খালি ডিজে হতে ইচ্ছে করে । যে কোন নরমাল গানকে ডিজে করে মারাক্তক কাহিল অবস্থা করে ফিলি । বিট দিয়ে মাথা করে ফেলি হাং তারপর আম্মার বকা , কান টানও খাই তারপরও গান ছাড়া চলতে পারি না । ডিজে করতে আমি এই সফটওয়্যারটি বেশি ব্যাবহার করি আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রফেশনাল ডিজে সফটওয়্যার Atomix Virtual DJ Pro v5.0.7 । জটিল একটা সফটওয়্যারডাউনলোড করুন ২৩ মেগাইবাইট অনলি !!! ফুল ভার্শন ~~~এটি একটি ডিজে মিক্সিং সফটওয়্যার। বিভিন্ন গান মিক্স করে গানে ভিন্ন রকম স্বাদ আনতে পারবেন । এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট প্লাগ আছে ইন্সটল করে আপনি যে কোন গানে আরো ইফেক্ট যোগ করতে পারবেন। আমার জানা মতে আমাদের ব্লগে এই নিয়ে কোন পোস্ট ছিল না , তাই আজ আমি শেয়ার করলাম


ভালো থাকবেন সবসময় । আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে ।

নাইস খুব ভাল পোষ্ট।