Latest posts by রিপন কুমার (see all)
- আসুন একটু লেখাপড়া করে নিই (শুধুমাত্র ৬ষ্ঠ-দ্বাদশ শ্রেণীর ছাত্রদের/টিউটর এর জন্য প্রযোজ্য) পর্ব-০১ - 20/07/2012
- আমার সাইটের গুগল এডসেন্স ডিজেবল হয়ে গেছে অভিজ্ঞরা একটু সাহায্য করুন - 19/06/2012
- ডাউনলোড করুন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বিজয়ী গ্রন্থ “গীতাঞ্জলী” ইবুক (ওয়াটারমার্ক বিহীন) - 04/06/2012
মহান সৃষ্টিকর্তার কাছে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।বাংলা ভাষার প্রযুক্তির অন্যতম জনপ্রিয় ব্লগ টিউনারপেজ এর সাথে আমি অনেকদিন ধরেই আছি।এখানে যেসব টিউনগুলো করা হয় তা খুবই সুন্দর এবং তথ্যবহুল। করছি।বাংলা ভা ষার প্রযুক্তির পরিপূর্ণ ব্লগ হিসেবে টিউনারপেজ আত্মপ্রকাশ করেছে।অল্প সময়ে পেয়েছে অধিক জনপ্রিয়তা।টিউনারপেজ থেকে আমি অনেককিছু শিখেছি।টিউনারপেজ এর সকল টিউনারের প্রতি আমি কৃতজ্ঞ।যারা নিঃস্বার্থে প্রযুক্তিকে মাতৃভাষায় ছড়িয়ে দিতে অনেক কষ্টসাধন করে টিউন করে থাকেন।
আমি বর্তমানে যে পোষ্টগুলো করব তা ছাত্রদের জন্য।আমার টিউনগুলো ছাত্রদের কাজে লাগবে বলে আমি আশা করছি।
আমি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র।আমি আমার শিক্ষাজীবনের ১২ বছরে সামান্য কিছু যে জ্ঞান অর্জন করেছি তা এখানে শেয়ার করার চেষ্টা করব।আমি আসলে লেখাপড়া নিয়ে চেইন টিউন করব বলে মনস্থির করেছি।আমি ক্লাস সিক্স হতে কম্পিউটার ব্যবহার করছি।আমি স্কুলে/প্রাইভেটে/কলেজে যখন নতুন কিছু নিয়ম শিখেছি সেটা নিজের খাতায় লেখার পাশাপাশি কম্পিটার (মাইক্রোসফট ওয়ার্ড) এ লিখে রাখতাম।যেমন: ইংরেজি গ্রামারের রুলস,প্যাসেজ,অনুশীলন করার প্রশ্ন,বিভিন্ন বিষয়ের দরকারী প্রশ্নের উত্তর,Paragraph,Compotion,Letter,Application,Report,Dialoge,Board Question,Suggetion,Basic Tips সহ অনেক কিছু।
আমি মূলত বায়োলজি এবং ইংরেজী বিষয় নিয়ে টিউন করব।
আমার টিউনের মূলত ছাত্র ও টিচাররা কিছু সুবিধা পাবেন:
*যেমন আপনি যদি টিচার হন তাহলে ছাত্রদের পড়ানোর সময় আপনাকে মাঝে মাঝে তাদের পরীক্ষা নিতে হয়।ধরুন আপনি ক্লাস সিক্স-টেন এর ছাত্রদের ইংরেজী ১ম পত্র পরীক্ষা নিবেন।সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করার সময় প্যাসেজটাও (সিন কম্প্রিনশন) প্রথমে লিখে দিতে হবে।সেক্ষেত্রে আপনি আমার লেখা প্যাসেজটাও (সিন কম্প্রিনশন) আপনাকে হেল্প করবে।অনেক টিচার বড় প্যাসেজ (সিন কম্প্রিনশন) টাইপ করে লিখে দেওয়ার ভয়ে বই থেকে হুবহু ফটোষ্ট্যাট করে পরীক্ষা নিয়ে থাকেন (আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি)।যা ছাত্রদের মেধা বিকাশের অন্তরায় আবার আপনি গ্রামার রুলস গুলো প্রিন্ট করেও আপনার ছাত্রদের দিতে পারেন।
* আপনি যদি ছাত্র হন তাহলে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গুলো প্রিন্ট করে নিয়ে পড়তে পারবেন।বড় বই যেখানে সেখানে পরিবহন অনেকসময় প্রবলেম সৃষ্টি করতে পারে।সেক্ষেত্রে আপনি এই হ্যান্ডনোট ব্যবহার করে উপকৃত হতে পারেন।
আমি আমার ১ম পর্ব Transformation Of Sentence দিয়ে শুরু করছি।
আমি এই লেখাগুলো বিজয় দিয়ে লিখেছিলাম।তাই টিউনারপেজে লেখাগুলো সাপোর্ট করছে না।সুতরাং স্ক্রিনশর্ট দিতে হলো।তবে আপনি ইচ্ছে করলে এই লেখাগুলি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা পিডিএফ হিসেবেডাউনলোড করতে পারবেন আমার ব্লগ থেকে।
আমার ব্লগ:
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা পিডিএফ ডানলোড।
বাংলাইবুক.নেট [ www.BanglaEbook.Net ]
জটিল হইসে।
khub valo post
কাজের পোষ্ট, ধন্যবাদ আপনাকে।
আমিও টিউনার ভাইয়ের সাথে :D :P
ধন্যবাদ , আমি নতুন করে ৬ষ্ঠ এ ভতি হব :P
খুব সুন্দর হইছে ।