অশিক্ষিত বালক
http://webaloy.net/ অথবা http://earn.webaloy.net/
Latest posts by অশিক্ষিত বালক (see all)
- ফ্রীতে নিন বাংলায় অনুবাদকৃত ওয়ার্ডপ্রেস থিম - 03/03/2013
- বাংলা প্লাগিন জগতে নতুন সংযোজনঃ বাংলা সাইডবার লগইন - 31/10/2012
- প্লাগইন ছাড়াই বাংলা করুন ওয়ার্ডপ্রেসের তারিখ, সময় ও মন্তব্যের নম্বর - 17/07/2012
ওয়েবসাইটের জগতে বর্তমানে বাংলা সাইটের জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলায় ওয়েবসাইট তৈরি করাটা যে কতটা ঝামেলার কাজ এটা যারা সাইট তৈরি করেন তারাই বুঝেন। কেননা, বাংলায় সাইট তৈরি করতে গেলে অনুবাদ করার মতো একটি ঝামেলার বিষয় জড়িত থাকে। তবে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট তৈরি করলে এই ঝামেলা একটু কমই হয় বলা যায়। কারণ, ওয়ার্ডপ্রেসের রয়েছে বাংলা ল্যাংগুয়েজ প্যাক যার মাধ্যমে সাইটকে বাংলা করা যায়। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। এই প্যাকের মাধ্যমে সাইটের তারিখ, সময় আর মন্তব্যের সংখ্যা বা নম্বরগুলো কিন্তু বাংলায় রূপান্তর হয় না বরং ইংরেজিই থেকে যায়। এক্ষেত্রে, আপনি চাইলে প্লাগইনের সহায়তা নিতে পারেন। কিন্তু, আজকের পোস্টের পর আপনার আর সেগুলোর দরকার হবে না। কেননা, আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতি বলে দেব যার মাধ্যমে প্লাগইন এবং কষ্ট ছাড়াই ওয়ার্ডপ্রেসের তারিখ, সময় এবং মন্তব্যের সংখ্যা বা নম্বরগুলো বাংলায় দেখাবে। উদাহরণস্বরূপ: আমাদের সাইটের তারিখের সংখ্যাগুলো দেখতে পারেন।
যা হোক, কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। আপনাকে শুধু একটি ছোট কাজ করতে হবে। তাহলেই কাজ শেষ। নিচের কোডটি কপি করে আপনার ওযেবসাইটের থিম ফোল্ডারের functions.php তে পেস্ট করে দিন।
/**
* This function converts all english number's to bangla number
*/
function
make_bangla_number(
$str
)
{
$engNumber
=
array
(1,2,3,4,5,6,7,8,9,0);
$bangNumber
=
array
(
'১'
,
'২'
,
'৩'
,
'৪'
,
'৫'
,
'৬'
,
'৭'
,
'৮'
,
'৯'
,
'০'
);
$converted
=
str_replace
(
$engNumber
,
$bangNumber
,
$str
);
return
$converted
;
}
add_filter(
'get_the_time'
,
'make_bangla_number'
);
add_filter(
'the_date'
,
'make_bangla_number'
);
add_filter(
'get_the_date'
,
'make_bangla_number'
);
add_filter(
'comments_number'
,
'make_bangla_number'
);
add_filter(
'get_comment_date'
,
'make_bangla_number'
);
add_filter(
'get_comment_time'
,
'make_bangla_number'
);
ভাইয়া এইটা হল সুপার পোস্ট । আপনাকে অনেক থাঙ্কস ।
hot post
চরম পোস্ট।
ধন্যবাদ ভাই
অনেক ধন্যবাদ সুন্দর পোষ্ট টির জন্য।
থাংকু
আমি একটি বাংলা ব্লগ সাইট করতে চায় যার নাম bangladesh24.info
সাইটি তোরিতে আমাকে কেউ সাহায্য করতে পারনে?
কি রকম সাহায্য চান?
লগিন করার পর এডমিন এ সব ইউজাররা সব ব্লগ দেখতে পাচ্ছে। এখানে ইউজারা সুধু নিজের লেখা পোষ্ট দেখতে পাবে। সেটা কি ভাবে সম্ভম?
ধন্যবাদ দিলাম এবং প্রিয়তে রাখলাম।
ধন্যবাদ আপনাকে
ধনবাদ , অনেক সুন্দর . প্রেস থাকলে কাজ asto
প্রথমেই চরম পোস্ট ভাই।
আজকে অনেক নতুন টিউনার দেখলাম সবার পোস্ট ই দারুন হচ্ছে :)
এগিয়ে জান ভাই ঃ)
ধন্যবাদ
:)
এটাইতো খুঁজছিলাম|গতকালও খুঁজেছি|আজ পেয়ে খুব খুশি হলাম|সেই জন্যে আপনাকে ধন্যবাদ|
আপনাকে স্বাগতম
খুব সুন্দর পোস্ট আমার কাজে লাগবে না কারন আমি ব্লগার ব্যবহার করি । শেয়ার করার জন্য ধন্যবাদ
ওয়েলকু