মনপুরা (২০০৯)
পরিচালনাঃগিয়াসউদ্দিন সেলিম
সঙ্গীতঃ অর্ণব
প্রযোজকঃঅঞ্জন চৌধুরী পিন্টু
কাহিনীঃগিয়াসউদ্দিন সেলিম
শ্রেষ্ঠাংশেঃচঞ্চল চৌধুরী,ফারহানা মিলি,মামুনুর রশীদ,শিরীন আলম,ফজলুর রহমান বাবু ,মনির খান শিমুল
সম্পূর্ণ গ্রামবাংলার পটভূমিতে নির্মিত, পারিবারিক ও প্রেমের গল্পের এই ছবিটি ২০০৯ সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল।
ডিভিডি-ভিসিডি সত্বঃচলচ্চিত্রের ডিভিডি এবং ভিসিডি ডিসেম্বর ২০০৯ সালেই মুক্তি দেওয়া হয়েছিল লেসার ভিশনের ব্যানারে।
কাহিনী সংক্ষেপঃ গভীর রাতে প্রভাবশালী গাজীর মানসিক প্রতিবন্ধী ছেলে হালিম একটা খুন করে ফেলে। গাজী সাহেবের ছেলেকে রক্ষা করতে স্ত্রীর পরামর্শে বাড়ির এতিম কাজের ছেলে সোনাইকে মনপুরা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় যাতে সবাই সোনাইকে দোষী ভাবে। সোনাই আর গ্রামে ফিরতে পারে না। মনপুরাতে সোনাইয়ের দেখা হয় পরীর সাথে। গড়ে উঠে দু’জনের মধ্যে ভালবাসা। কিন্তু গাজী সাহেবের সন্তান বাৎসল্য এবং পরীর বাবার উচ্চাকাঙ্ক্ষা তাদের প্রেমে বাধা হয়ে দাড়ায়। সোনাই ও পরী কি পারবে সেই বাধা অতিক্রম করতে?
তা দেখতে সিনেমার ডিভিডি কিনে দেখে ফেলুন । যারা বিদেশে আছেন কিংবা অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল।
পুরস্কারঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার
মনপুরা ছবিটি ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার এর শ্রেষ্ঠ অভিনেতা সহ মোট পাঁচটি বিভাগে পুরষ্কার লাভ করে।
বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্রঃ অঞ্জন চৌধুরী পিন্টু
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতাঃ চঞ্চল চৌধুরী (যুগ্মভাবে ফেরদৌস)
বিজয়ী শ্রেষ্ঠ খল অভিনেতাঃ মামুনুর রশীদ
বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকারঃ গিয়াস উদ্দিন সেলিম
বিজয়ী নারী কণ্ঠশিল্পীঃ চন্দনা মজুমদার ও কাজী কৃষ্ণকলি ইসলাম (যৌথভাবে)
স্ক্রীনশটঃ-
ডাউনলোড লিঙ্কঃ-
ইউটিউব লিঙ্কঃ
http://www.youtube.com/watch?v=Cn1uK0lQh54
মিডিয়াফায়ার লিঙ্কঃ
http://www.mediafire.com/?0864fzhehmvek
স্টেজভু লিঙ্কঃ
http://stagevu.com/video/xcbrcqduvhtl
http://stagevu.com/video/jiznaojznvnq
হাই রেজুলেশনঃ
http://stagevu.com/video/dqstfribunle
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ। :)
খুব ভাল ছবি
ওয়াও, অসাধারন।
অনেক ধন্যবাদ সুন্দর পোষ্ট টির জন্য।
ধনবাদ , আমি মনে হই দেখতে আগ্রহী :প n
তো দেখে নিন… :P
hm ok দেখি কখন দেখা যায় :)
দেখেছি অনেক ভাল ছবি|
হুম ভালো ছবি. :)
এটা অনেক আগেই দেখা হয়েছে যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আপনাকে ধন্যবাদ। :)
খুব ভাল ছবি
:)