Latest posts by জুনাইদ মাহাদি (see all)
কি পোস্টের টাইটেল দেখে অবাক লাগছে.?…………………….. আমিও প্রথম অবাক হয়েছিলাম, কিন্ত এভাবে ইউস করে আখন স্বাভাবিক হয়ে গেছে………।। জিপি থেকে আপনি এইবার আনলিমিটেড ইন্টারনেট চালান……………………
আমার পোস্ট টি পড়ার পর আপনিও ফ্রী ইন্টারনেট ইউস করতে পারবেন, আশা রাখি………। তবে এভাবে ইউস না করাটাই উত্তম ………।
এবার কাজের কথায় আসি >
এটি করতে গেলে আপনার যা যা প্রয়োজন হতেপারে ↓
- একটি জিপি সিম ও মোডেম ( আমি জিপি দিয়ে ইউস করি আপনি অন্য সিম দিয়েও ট্রায় করতে পারেন)
জিপি সিম এ P1(p1 লিখে 5000 নাম্বার এ মেসেজ দিন) চালো করে রাখুন , সিমে নুন্নতম কিছু বেলেন্স রাখুন ইন্টারনেট কানেকশন নেয়ার মত ২টাকা থাকলেও হবে… - ব্রাউজার ঃ মজিলা ফাইয়ার ফক্স/কমেড বার্ড (আপনি অন্য গুল ইউস করতে পারেন)
এখন আপনি যে ব্রাউজার থেকে নেট ইউস করবেন সেটা ওপেন করেন, এবং Tools>option>Advanced>Network>Setting>Manual proxy configuration এ যান,
নিচের চিত্র দেখে নিতে পারেন ↓
এরপর নিচের মত একটি ছবি আসবে , এখানে HTTP proxy ঘরে 66.90.79.172 লিখুন port ঘরে 80 দিন Ok চেপে বেড়য়ে আসুন…।।
এইবার মোডেম কানেক্ট করুন , এড্রেসবারে আপনার URL লিখে ইন্টার চাপুন এবার নিচের মত একটা পেজ আসবে ↓
আবার এই খালি ঘরে এড্রেস লিখে Go এ ক্লিক করুন……………………।।
আর ইন্টারনেট ইউস করুন, ফ্রী………………।। আপনার সিম থেকে কোন বেলেন্স কাটবেনা………।
এইবার প্রান খুলে ইন্টারনেট ইউস করুন …………………………।
আর যদি ডাউনলুড করতে চান তবে শুধু ব্রাউজার দিয়ে ডাউনলুড করুন, কারন আপনি শুধু বারউজার এর আইপি পরিবর্তন করেছেন………।
বি.দ্রঃ আপনার পিসি তে যদি Skype বা এ জাতিও চ্যাট সফটওয়্যার সেটআপ দেয়া থাকে , তবে এগুলো ডিজেবল রাখুন, কেননা এগুলো আপনার সিম থেকে বেলেন্স কাটবে, কারন আপনি এগুলর IP পরিবর্তন করেননি…………।।
ভাল লাগলে কমান্ট করে জানাবেন , ……… ভাল থাকবেন…………………।। আল্লাহাফেয…………………।।
হাতে সময় পেলে, একটু আখান থেকে ঘুরে আসুন……।> Click Here
ভাই সব ঠিক আছে কিন্ত মডেম কানেক্ট দিবার পর এড্রেসবারে লিখলে ব্লাঙ্ক আসে। পেজ সাদা থাকে কোন কিছু আসেনা। সমাধান চাই। আমি অনেক বার চেষ্টা করছি হইনি। প্লিস হেল্প মি।
আমিও নকিয়া X2-01 মোবাইল ব্যবহার করি। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
vai banglalion hacked kore pdproxy diye free intrnt chalanor upore apnr kono blog ache ? aktu hlp korun ,ami ak id diye 100mbb use kore fjelchi now ar hocche na ,ki korbo aktu bolben?