যেকোন ছবি দিয়ে বানিয়ে ফেলুন সফটওয়্যার আইকন !!!
কম্পিউটার এর ডেক্সটপে আমরা নানা ধরনের সফটওয়্যার আইকন সাজিয়ে রাখি আপনি চাইলে যে কোন সফটওয়্যার এর আইকন এর ছবি পরিবর্তন করে , আপনার পছন্দের ছবিটি সেই সফটওয়্যার এর আইকন বানিয়ে রাখতে পারবেন । আপনি ইচ্ছা করলে আপনার মনের মানুষ , প্রেমের মানুষ এর ছবিও আইকন বানিয়ে সাজিয়ে রাখতে পারেন ডেক্সটপে :P তাই বলি
যাহাকে তুমি ভালোবাসো তাহাকে চোখের আড়াল করিও না :D
কি ভাবে করবেন ???
ডাউনলোড করুন সফটওয়্যারটি তারপর …।। সফটওয়্যারটি ওপেন করুন
File ক্লিক করে ওপেন ক্লিক করেন তারপর Jpg File Select একটা ছবি নিন.
তারপর Option যান Save Mode ক্লিক করুন আপনার নাম লিখে Ok দিন ।
কি ভাবে সফটওয়্যার আইকনকে পরিবর্তন করে করবেন ???
কম্পিউটার এর ডেক্সটপের একটি আইকনে Select করে Right Button ক্লিক করুন change Icon লেখাটি ক্লিক করে …।।
কোথায় পাবেন সেই আইকনটি ???
যে File থেকে ছবিটি Select করেছেন ঠিক সেখানে আইকন টি পাবেন ।
ভাল লাগলো , এর আগেও জানতাম ……………।।