সাগর
Latest posts by সাগর (see all)
- ব্যারিস্টারি কোর্সে স্মার্ট ক্যারিয়ার । জিবন গড়তে হলে দেখে যান । উপকারে আসতে পারে । - 03/10/2012
- আর নয় গ্রামিনফোনের সাহায্য ।সাগর - 06/08/2012
- সাহায্য বিরাট আকারে । অনেক তারাতারি । - 01/08/2012
কেমন আছেন সবাই ।
ডিকশনারি বা অভিধান মানেই মোটা মোটা বই আর লাখ লাখ শব্দের সমাহার । কোনো শব্দের অর্থ জানতে অভিধান খুলে তা বের করতে কিছু সময় লাগেই যাই ।অথচ ডিজিটাল ডিকশনারিতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড । এখন এই ডিজিটাল অভিধান বাংলা ভাষায়ও পাওয়া যাচ্ছে ।আর এটি শূধু লিখতে মানে ই জানাবে না । উচ্চারণটাও শুনিয়ে দেবে । শুধু অভিধান নয় । এতে আছে আরো অনেক সুবিধা ।
সুবিধা গুলো ।
->ইংরেজি থেকে বাংলা ।
->বাংলা থেকে ইংরেজি ।
->ইংরেজি থেকে ইংরেজি ।
->ইংরেজিতে কথাবার্তা ।
->ইংরেজি গ্রামার ।
->ডিজিটাল ডায়েরি ও ক্যলেন্ডার ।
->সাধারন ও সাইন্টিফিক ক্যালকুলেটর ।
->শব্দের খেলা ।
->বিভিন্ন ধরনের খেলা ।
->ডিজিটাল কুরআন ।
->মেট্রিক পদ্ধতিতে রূপান্তরসমুহ ।
অন্যান সুবিথা ।
দেখতে ল্যাপটপ কম্পিউটার মতো পকেট সাইজের এই যন্তের উপরের অংশ পর্দা ।নিচের অংশে বাংলা ও ইংরেজি কি বোর্ডের পাশাপাশি ০ থেকে ৯ পর্যন্ত এবং scientific calculator এর সমস্থ বোতাম আছে । বই আকারে বিশাল ডিকশনারি সব সময় সব জায়গায় বহন করা সহজ নয় । কিন্তু ডিজিটাল ডিকশনারি ছোট বিধায় সহজেই যে কোনো স্থানে বহনযোগ্য । এলার্মসহ ঘড়িও রয়েছে এটিতে । সাথে আছে রিচার্জেবল ব্যাটারি চার্জার এবং হেড ফোন ।
রয়েছে এক বছরের ওয়ারেন্টি । খুচরা মুল্য ৪ হাজার ৪০০ টাকা মাত্র ।
এটা কিনতে চাইলে ফাতেমা ট্রেডিং কোং এর সকল শাখাই যোগাযক করতে পারেন । আজ এখানেই সমাপ্ত ভালে থেকেন ।
আসলে ও কাজের জিনিস।
সত্যি কথাই বললেন,বহুত কাজের জিনিস
কাজের জিনিস …………….