রিয়াজ আহমেদ
Latest posts by রিয়াজ আহমেদ (see all)
- Amazon থেকে আয় করতে চান? WP দের জন্য। - 04/12/2012
- আমার পছন্দের কিছু Black HAT forum site - 04/09/2012
- নিনে নিন আপনার সাইট এর জন্য কিছু Do follow লিঙ্কস। - 16/08/2012
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভালো আছেন।
আজকে আপনাদের বলবো কিভাবে আপনার সাইট এর স্পীড বাড়াবেন। আপনার সাইট এর স্পীড না থাকলে ভিসিটর আপনার সাইট কে পছন্দ করবে না। তাই, এই জিনিস তা খুব দরকারি।
কি কি দিয়ে ওয়েব পেজ এর স্পীড বাড়ানো যায়? নিম্নরুপ ঃ
১. Images compress
2. JavaScript compress
3. HTML compress
4. CSS compress
প্রথমে বলে রাখি যে Gadget আপনার সাইট এর জন্য প্রয়োজন না। সেটা কোন সময় ব্যবহার করবেন না। তাহলে ওয়েবপেজ স্লো হয়ে যাবে।
১. Images compress: আপনি যখন আপনার সাইট এ কোন images add করবেন। তার পূর্বে এই লিঙ্ক এ ক্লিক করে সহজে images compress করে নিতে পারেন। এটা অনেক সহজ কিন্তু বাঙ্গালি মানুষরা অলস এর কারনে কিছুই করতে চায় না। অনেক খারাপ অবস্থা।
২. JavaScript compress: আগেই বলে রাখি এটা করতে একটু ঝামেলা আছে। কিভাবে করতে হবে নিচে দেখুন।
সর্বপ্রথম ব্লগার এ গিয়ে লগিন করুন। Design < Edit HTML < CTRL+F দিয়ে এটা সার্চ করুন JS.
এইগুলো একটার বেশি থাকতে পারে। তাই Next চাপুন। কিন্তু কাজ একটা একটা করে করতে হবে। পুরো JS লিঙ্ক টা কপি করে browser এ Paste করুন। Enter. তারপর সব কোড কপি করে Notepad এ Paste করুন। এখন এই লিঙ্ক এ ক্লিক করুন। কপি করা কোড এখানে Paste করুন। এবং compress এ ক্লিক করুন। ওই সাইট একটা Output দেখাবে। ওইটা কপি করুন আবার নোটপ্যাড এ paste করুন। এবার যে JS লিঙ্ক টা কপি করেছিলেন ওটা দেখুন Last এ কি নাম দেয়া আছে। blogger-page-navi.v1.js ধরুন এটা। এখন এই নাম দিয়ে Notepad সেভ করুন।
এখন এই লিঙ্ক এ যান। Create a new project এ ক্লিক করুন। যেকোন একটা project name, summary, Description দিন। এখন ঃ
Version control systemঃ Git
Source code license: MIT license
Project label(s): JavaScript, HTML, blogger etc দিন।
এখন ডাউনলোডস এ ক্লিক করুন। তারপর নিউ ডাউনলোড এ ক্লিক করুন। তারপর summary / Description দিন। যে Notepad টা compress করে সেভ করেছিলেন। ওটা Upload / Browse করুন। Submit এ ক্লিক করুন। Upload করা ফাইল এ ক্লিক করুন। এবার Right click করে লিঙ্ক কপি করুন।
আবার ব্লগার এ যান। Design < edit HTML যেটা ctrl+F দিয়ে সার্চ করেছিলেন। ওটা তে লিঙ্ক Replace করে দিন। মানে ওই JS লিঙ্ক কেটে আপনি যে লিঙ্ক কপি করেছেন। সেটা Paste করুন।
এভাবে করে ১-২ টা JavaScript compress করতে হবে।
3. HTML compressঃ যখন আপনি কোন Add Gadget করবেন তখন এটা ব্যবহার করবেন। HTML code কপি করে এই লিঙ্ক এPaste করুন। তারপর compress এ ক্লিক করুন। compress হয়ে গেলে ওই HTMLকপি করে Add Gadget এ ক্লিক করুন।
HTML compress (site 1)
HTML compress (site 2)
যে কোন একটাতে করবেন।
4. CSS compressঃ blogger এ যান। Design < edit HTML < CTRL+F সার্চ করুন। <b:skin> এবং ]]></b:skin>
উপরের ২ টা TAG এর মাঝে যত কোড আছে সব CSS. সব কপি করুন এবং এই লিঙ্ক এ ক্লিক করুন।
মানে #navbar, #navbar-iframe{ এইখান থেকে শুরু করে ]]></b:skin> এর উপর পর্যন্ত কপি করে এই লিঙ্ক এ Paste করুন। Paste করে compress এ ক্লিক করুন।
compression mode: Light
Comments handling: (?): Don’t strip any comments
এটা সিলেক্ট করে compress করুন। compress করা হয়ে গেলে কোড কপি করে Replace করে দিন ব্লগার এ ।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আর না ভালো লাগলে সমস্যা নেই।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কামনা।
বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট এ knock করবেন। :)
আসলেই খুব সুন্দর টিউন …..চমৎকার টিউন
kaj kore dekhi
নাইস খুব ভাল পোষ্ট।
দেখি প্রয়োগ করে কি হয় …।। ধন্যবাদ
blogger-page-navi.v1. ভাই এই ধরনের নাম তো খুঁজে পাস্সী না কথায় থাকে একটু বলতে পারেন কি ? js লিঙ্ক যেটা কপি করে সিলাম সেটার পরে তো কোনো নাম নেই.
এই রকম আসে. তাহলে আমার নাম কোনটা?
দারুন কাজের পোস্ট !!!!!! ধন্যবাদ :)
খবি কাজের ধন্নবাদ
ভাই আপনাকে দ্রুত ধন্যবাদ দিবার চাইছিলাম কিন্তু পোষ্টটি পড়তেই দেরি হয়া গেছে।
আসলেই খুব সুন্দর টিউন ….. :) :)
ব্লগস্পটে সাইট নাই ।তাই কাজে লাগল ।সব সাইটে ব্যবহার উপযোগী গ্যাজেট পেলে ভাল হত ।
জটিল পোস্ট হইছে………………… :)
ভাল লিখেছেন।
nice tune…………..
kajer jinis. amar site e try marte hobe.
jotil
ভালো টিউন :)
অনেক ধন্যবাদ খুব দরকারি একটা পোস্ট করার জন্য|