মোঃ সাদ্দাম আদিল
Latest posts by মোঃ সাদ্দাম আদিল (see all)
- একটি পিসিতে একসাথে একাধিক Skype আইডি ব্যবহার করুন। - 21/06/2012
আসাসালামুয়ালাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। টিউনারপেইজে এইটা আমার প্রথম টিউন। পূর্বে যদি এই বিষয়ে টিউন হয়ে থাকে তাহলে আমি দুঃখিত, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমরা অনেকেই skype ব্যাবহার করে থাকি। আমারা জানি ভিডিও এবং অডিও কলের জন্য skype অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। অধিকাংশ মানুষেই একটা আইডি ব্যাবহার করে। আবার অনেক মানুষ আছে যারা একাধিক skype আইডি ব্যাবহার করে। আজকে টিউন তাদেরকে নিয়ে যারা একাধিক skype আইডি ব্যাবহার করে।
তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে একাধিক আইডি ব্যাবহার করবেন। এর জন্য নিচের স্টেপ গুলো অনুসরন করুন।
১। এইখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন।
২। ইন্সটল করার পর নিচের উইন্ডোটি আসবে। এবং Add বাটনে ক্লিক করুন
৩। এরপর যে বক্সটা আসবে এইখানে আপনার skype ইউসার নেইম এবং পাসওয়ার্ড লিখে ok তে ক্লিক করুন।
৪। এরপর Launch বক্সে ক্লিক ক্যেচে।দেখুন,এখন আপনার ১ম আইডি ওপেন হয়েছে। এখন পরবর্তী আইডির পালা।
৫। এখন আপনি যদি আপনার অন্য আরেকটি আইডি খুলতে চান। তাহলে Add বাটনে ক্লিক করুন এবং পূর্বের মত আপনার অন্য আইডির ইউসার নেইম এবং পাসওয়ার্ড লিখে ok ক্লিক করুন এবং এরপর Launch বক্সে ক্লিক করুন। এখন উপভোগ করুন একসাথে একাধিক skype আইডি।এইভাবে আপনি আরও অনেক আইডি চালাতে পারবেন।
পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভাল থাকবেন, এই কামনাই বিদায় নিচ্ছি।
এই পোষ্টটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল। www.dokhinahawa.blogspot.com
খুব সুন্দর হইছে, ধন্যবাদ আপনাকে।
thanks your nice post bro
এ দিয়ে লাভ কি???
Good………………
বুঝলাম না ! একাধিক আইডি ব্যবহার করলে লাভ কি হবে ? সবাই তো আর একাধিক ওয়েব ক্যাম ব্যবহার করেনা ! যেই লাউ সেই কদু ! একাধিক লগইন থাক্লেও কল তো যেকোন একটা দিয়েই হবে !
ধন্যবাদ.
অনেক অনেক ধন্যবাদ কুব সুন্দর কাজ করে
আপনাকেও ধন্যবাদ.
জানতাম না। জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
এটি নিয়ে আগেও পোস্ট হয়ে ছিল