গাজী মোঃ ইয়াছিন
Latest posts by গাজী মোঃ ইয়াছিন (see all)
- Odesk Test: US Basic English Test (পাশ আপনার পিছনে দৌড়াবে) - 21/06/2012
- Odesk Test: MS Word 2007 Answer (পাশ করবেনই) - 19/06/2012
- Odesk Test: Adobe Photoshop CS 3 (পাশ আপনাকে করতেই হবে) - 18/06/2012
বন্ধুরা, আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে অদেস্ককে কাজ শুরু করতে চান, কিন্তু পরিক্ষা ভীতি কাজ করছে, তাদের জন্য নিয়ে এলাম কঠিন এক দাওয়াই। আমি নিজেও এই উত্তরে পরিক্ষা দিয়ে 4.00 স্কোর পেয়েছি। তবে আমি কিছুটা ভুল কাজ করেছিলাম। তা না হলে পুরো নম্বরটাই চলে আসত আমার পকেটে। কিছু টেকনিক খাটাতে হবে। যে Word File টা আপলোড করে দিলাম প্রথমে সেটা ডাউনলোড করুন।
তারপর, অদেস্কে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন। টেস্টে গিয়ে Adobe Photoshop CS3 নির্বাচন করুন। Word file টা ওপেন রাখুন। Word file টা Restore Down করুন মানে ফুল স্ক্রীনের চার ভাগের ১ ভাগ করুন। ১ নম্বর প্রশ্ন আসার সাথে সাথে world file এর উপর মাউস দিয়ে ক্লিক করে Ctrl+F চাপুন। Find What ঘরে প্রশ্নটির প্রথম কয়েকটি শব্দ অথবা মাঝের বা শেষের কয়েকটি শব্দ লিখে Enter চাপুন। দেখবেন Word File এ আপনার কাংখিত শব্দটি বা প্রশ্নটি ব্লক হয়ে Show করছে। যদি প্রশ্নটি খুজে না পায় তাহলে Find What ঘরে শব্দ বাড়িয়ে কমিয়ে বা পরিবর্তন করে লিখতে হবে। এই ভুলটা আমি করেছিলাম। যার কারনে স্কোর 5.00 আসেনি। প্রশ্ন খোঁজার ক্ষেত্রে বানানের দিকে বিশেষ খেয়াল রাখবেন। তাহলে সময় কম লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে আমাকে মেইল করে জানাবেন। আপনারা উপকৃত হলে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যই যখন এত কস্ট করে পোস্ট করতে পারলাম, তাহলে একটা কমেন্ট করতে এত কারপন্য কেন!!
সবাই ভাল থাকবেন এই শুভ কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।
দেখি চেষ্টা করে। ধন্যবাদ
thanx for share…
sikhe nilam
ধন্য বাদ ভাই আপনাকে ..
সবাই যেহেতু পারে আমাকেও পারতে হবে|
:) নাইছ
Top 10 % এ যেতে পেরেছি ।
ভাইয়া, অনেক ধন্যবাদ ,আমি টিউনারপেজ এর নতুন সদস্য,তবে টিউনারপেজ দেখে অনেক Odesk পরীক্ষা দিয়েছি খুব ভালো পয়েন্ট ও পেয়েছি ।টিউনারপেজ আরো Odesk Odesk Test আশা করছি ।
ভাইয়া, অনেক ধন্যবাদ । আপনার এই পরীক্ষা দিয়ে আমি অদেস্ক এ Top 10 % এ যেতে পেরেছি । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।। :-দ
ধন্যবাদ !
ভাই মিডীয়া ফায়ারে আপলোড করে দিন
প্রিয়তে রাখলাম, ফ্রিলেন্সিং শুরু করলে এটা অনুসরন করবো । আপনাকে ধন্যবাদ । আরো টিউন আশা করছি :)