Latest posts by জুনাইদ মাহাদি (see all)
পাসওয়ার্ডের দিন শেষ। এবার আপনার ছবিকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। এই পদ্ধদিতে আপনি আপনার কম্পিউটার নিজের চেহারা দেখিয়ে পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং আপনার চেহারার ছবিটি হবে আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড। সব গুলো কাজ সঠিক ভাবে করলেই আপনার চেহারাই হয়ে যাবে আপনার পাসওয়ার্ড। জিনিসটা সুনতে কিছুটা কঠিন মনে হলেও এত কঠিন কিছু কাজ না এটি। একদমই সহজ একটি কাজ আমি বিস্তারিত টিউটোরিয়াল উপস্থাপনা করছি।
কি কি প্রয়োজনঃ
- একটি ওয়েব ক্যাম
- একটি সফটওয়্যার
যেভাবে করবেনঃ
বর্তমানে অনেক ল্যাপটপ বা নোটবুকে দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপের মূল্যও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপে ফেস ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল ভার্সন) যা উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম থাকলেই হল।
ডাউনলোড লিংক
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
যেভাবে ইন্সটল করবেনঃ
- প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে) স্ক্রিন শর্ট গুলো দেখে নিনঃ
- ডাউনলোড করা ফাইল টি unzip করে নিন। এভাবেঃ
- unzip করার পর folder টা ওপেন করে “LuxandBlinkProSetup” এ ডাবল ক্লিক করুন।
- কিভাবে ইন্সটল করবেন > নিন্মের স্ক্রিন শর্ট গুলো দেখতে পারেনঃ
- এইবার পিসি রিস্টার্ট করুন… এবং পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার চেহারা দেখিয়ে পিসি তে লগইন করুন।
ভাল লাগলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ , ভাল থাকবেন।
এই পোস্ট টি ইতি পূর্বে আমার নিজস্ব ব্লগ পিসি হেল্প বিডি তে প্রকাশ হয়ে ছিল ।
কাজের জিনিস…
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
ভাই এটা তো এক মাস পড়ে আর কাজ করেনা। ফুল ভার্সন দেন।
এহেম
dhonnobad jodio jana cilo
এখন আমি নিরাপদ :)
Amar kase khub valo lagse.Dhonnobad.
খুবই সুন্দর পোস্ট । ।
অনির্বাচিত টিউনার ভাইয়ের সাথে সহমত পোষণ করছি|
প্রতঃমেই সুন্দর পোস্ট :)
আপনাদের দুয়ায় ……………।
:)
এক কথাই অসাধারণ টিউন :) :) :)
আপনাকে অনেক ধন্যবাদ ………………
স্পাইওয়্যার বা কোন ভাইরাস নাই তো?
থাকার তো কথা না ………………………
দারুন পোস্ট। :D
ধন্যবাদ……..
:)
ধন্যবাদ ভাই………
ভাই অনেক সুন্দোর হয়েসে।কিন্তু কতটুকু নিরাপদ তা বুজতে পারসিনা।thank you…
স্বাগতম …………..
আপনাকে টিউনারপেজ পরিবারে স্বাগতম। আশা করি টিউনারপেজ পরিবারে আপনার সময় ভাল কাটবে ও ভাল লাগবে :)
আপনার প্রথম পোস্টটি চমৎকার হয়েছে। তবে কিছু জিনিস লক্ষ্য রাখবেন।
১. আপনার ডাউনলোড লিংকটিতে সমস্যা আছে। Adf.ly বা adfoc.us এই ধরনের লিংক ব্যবহার করা নিষিদ্ধ। এই ধরনের লিংক ব্যবহার করার ফলে ব্যান হতে পারেন।
২. ছবি আপলোড করার সময় Full Size ও Center দিবেন, তাহলে পোষ্ট আরও সুন্দর হবে :)
আপনার পরবর্তি পোষ্টটের অপেক্ষায় :)
আপনাকে অন্নেক ধন্যবাদ ………….
ভাইআমি যে ভাবাই থাকি না কান সবসময় আমর ফটো দেকলেই কি ওপেন হবে? র যদি ওপেন না হয় তা হলে কি উপায় ? মানে পাস্স্বর্দ ভুলে গালে যেমন তা কোনো না কোনো vabe ঠিক করা যায়. তাইলে এই খানে কি কোনো উপায় আসে?
অনিক ভাই , এই softwer শুধু আপনার ফাইস ডিটেক্ট করবে, এটা সেটাপ দেওয়ার পর আপিনি যদি পিসির সামনে থকেন তবে আপনার ফেইস দেখে কম্পিউটার ওপেন হবে, আর ইসসা করলে আপনি তখন password দিয়েউ কম্পিউটার ওপেন করতে পারবেন .
ধন্যবাদ.
আপনাকে স্বাগতম …….