বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজ এ আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন সবাইকে নিয়ে। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আজকে আপনাদের সবার জানা একটি পোষ্ট নিয়ে হাজির হলাম। হয়ত এটি ফালতু পোষ্ট বলে আপনাদের কাছে মনে হতে পারে। যার জন্য আমি অত্যান্ত দুঃখিত। তবুও আপনাদের সাথে পোষ্টটি শেয়ার করলাম।
RAM (Random Access Memory) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাকে ছাড়া আপনি কম্পিউটার চালুও করতে পারবেন না। কখনও যদি দেখেন যে আপনার কম্পিউটারে CPU ও মনিটরে পাওয়ার এসেছে কিন্তু মনিটরে কিছুই দেখাচ্ছে না। তাহলে প্রথমে সিপিইউটি খুলবেন, তারপর র্যামটা খুলে ভাবে পরিষ্কার করে আবার লাগিয়ে দিবেন। র্যাম মুছার জন্য আপনি একটি রাবার ব্যবহার করতে পারেন (রাবার হল পেন্সিলের কালি মুছার রাবার)। এবার লাগান আশা করি কাজ হয়ে যাবে :D যাক এবার মূল কথায় আসি।

কম্পিউটারের র্যাম যতবেশি হয়, কম্পিউটারের স্পীডও ততবেশি হয়। এখন আপনি যদি র্যাম বাড়াতে চান, তাহলে আপনাকে র্যাম কিনতে হবে। কিন্তু আপনার কাছে যদি র্যাম কিনার টাকা না থাকে, তাহলে কি করবেন? সমস্যা নাই, হাতের কাছে যদি পেনড্রাইভ বা মেমোরি কার্ড থাকে, তাহলে এটিকেই র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখনকার সময়ে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করতে হলে আপনাকে বেশি ক্ষমতা সম্পন্ন র্যাম ব্যবহার করতে হবে। সাধারণ পুরাতন কম্পিউটারগুলোতে র্যাম থাকে ২৫৬, ৫১২ মেগাবাইট ক্ষমতা সম্পন্ন র্যাম। যা প্রয়োজনের তুলনায় একদমই কম। আমার ১টা পিসির অবস্থা দেখূন একনজরে :P
- হার্ডডিস্ক ৮০ জিবি (সি ড্রাইভ ১৮ জিবি)
- র্যাম ২৫৬ মেগাবাইট
- প্রসেসর প্লেন্টিয়াম ৪
বুঝেন এবার অবস্থাটা :( । বিশেষ করে যারা কম্পিউটারে গেমস খেলতে বেশি পছন্দ করেন তাদের জন্য র্যামের ক্ষমতা বেশি হওয়া বাঞ্চনীয়।
এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে র্যাম হিসেবে তৈরি করে ব্যবহার করবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন এতে কি পিসির স্পীড বাড়ে? অবশ্যই বাড়ে। ভাল করে লক্ষ্য করে দেখবেন। প্রথমে আমি আপনাদের ম্যানুয়ালি কিভাবে করে তা দেখাবো, তারপর আপনাদের দেখাবো সফটওয়্যারের মাধ্যমে।।
র্যাম তৈরি করার ম্যানুয়াল পদ্ধতি
কীভাবে পেনড্রাইভকে র্যাম হিসেবে তৈরি করবেনঃ উইন্ডোজ এক্সপি
চলুন এবার শিখে ফেলি কিভাবে একটি পেনড্রাইভকে আপনি র্যাম হিসেবে তৈরি করবেন ও তা ব্যবহার করবেন।
- প্রথমে আপনার পেনড্রাইভটি পিসি বা ল্যাপটপে প্লাগ করুন (পেনড্রাইভ কমপক্ষে ২ জিবি সর্বোচ্চ ৪ জিবি নিবেন)।
- এবার My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
- এবার Advanced Option এ ক্লিক করুন।
- এবার Settings of Performance এ ক্লিক করুন।
- আবারও Advanced Button এ ক্লিক করুন।
- এবার Virtual memory অংশ থেকে Change বাটনে ক্লিক করুন।
- তাহলে আপনাকে ড্রাইভ লিষ্ট দেখাবে, এখান থেকে পেনড্রাইভের ড্রাইভটি সিলেক্ট করুন।
- এবার Custom Size এ ক্লিক করুন।
- এবার Initial Size and Maximum Size সিলেক্ট করুন আপনার পেনড্রাইভের সাইজ অনুসারে।
- এবার Set ও apply দিয়ে কাজ শেষ করুন।
- এবার আপনার পিসি বা ল্যাপটপটি রিস্টার্ট করুন। ব্যস কাজ শেষ।
মনে রাখবেনঃ Virtual memory অংশের ভ্যালু ০ (শূণ্য) দিবেন। আর কম্পিউটার বন্ধ করার আগে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি খুলবেন না।
কীভাবে পেনড্রাইভকে র্যাম হিসেবে তৈরি করবেনঃ উইন্ডোজ সেভেন ও ভিস্তা
পেনড্রাইভকে র্যাম হিসেবে ব্যবহার করার জন্য উইন্ডোজ সেভেন ও ভিস্তাতে রাখা হয়েছে ready boost অপশান।
Ready Boost কি?
Ready Boost হল Microsoft Windows এর একটি disk cache component. এটি প্রথমে ২০০৬ সালে উইন্ডোজ ভিস্তাতে এবং পরে ২০০৯ সালে উইন্ডোজ ৭ এ লাগানো হয়। তবে আপনি যতি উচ্চ ক্ষমতা সম্পন্ন পিসি ব্যবহার করেন, তাহলে হয়ত আপনি ঠিক মতো কাজ বুঝতে পারবেন না। যাদের পিসি একটু লো-লেভেল তারা বুঝতে পারবে কাজ। এবার চলুন কাজ করে ফেলি।
- প্রথমে আপনার পেনড্রাইভটিকে FAT file System এ ফরম্যাট করে ফেলুন।
- এবার My Computer => Properties => ReadyBoost এ যান।

- এবার এখান থেকে Choose maximum space to reserve system speed অপশানটি সিলেক্ট করুন।
- এবার Apply ও OK করুন।
- এবার আপনার readyboost PenDrive ব্যবহার করার জন্য প্রস্তুত।
মনে রাখবেনঃ যখন ReadyBoost অপশানটি ব্যবহার করবেন, তখন অবশ্যই পেনড্রাইভটি খুলবেন না। যে পেনড্রাইভটিকে ReadyBoost হিসেবে ব্যবহার করছেন, সেটিতে কখনওই কোন ফাইল সেভ করবেন না।
eBoostr সফটওয়্যার দিয়ে আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে র্যাম হিসেবে তৈরি করুন।।।

পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে র্যাম হিসেবে তৈরি করার এক অন্যন্য সফটওয়্যার হল eBoostr. এটি আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে র্যাম হিসেবে তৈরি করে ব্যবহার উপযোগী করে তুলবে এবং আপনার পিসি স্পীড বাড়াবে।
eBoostr সফটওয়্যার ফ্রি না। এটি একটি প্রেমিয়াম সফটওয়্যার। তাই আপনাকে কিনে ব্যবহার করতে হবে। কিন্তু আমি আপনাদের দিচ্ছি একদমই ফ্রিতে।
ডাউনলোড লিংক
পাসওয়ার্ডঃ 1104696416
হিডেন র্যাম হিসেবে ব্যবহার করুনঃ

উইন্ডোজ সেভেন ৩২ বিট ভার্সনে আপনি র্যাম সর্বোচ্চ ৩.২৫ জিবি ব্যবহার করতে পারবেন।
- প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে আ্পনাকে রিস্টার্ট করতে বলবে। আপনি reboot manually later সিলেক্ট করুন।

- এবার টাস্কবারের উপর রাইট বাটন ক্লিক করে Task Manager এ যান। এবার process ট্যাব থেকে EBstrSvc.exe ও eBoostrCP.exe দুটা খুঁজে বের করুন এবং End Process করে দিন।

- এবার ডাউনলোড করা ফাইল থেকে ক্র্যাক ফাইলটি কপি করে C:\Program files\eboostr এ পেষ্ট করুন।
- এবার কম্পিউটার রিস্টার্ট করুন, তাহলেই eBoostr সফটওয়্যারটি ফুল ভার্সন হয়ে যাবে।
- এবার নিচের স্টেপগুলো অনুসরণ করুন।


- ব্যবহার করার পর ডিভাইসটি খুলতেঃ

মনে রাখবেনঃ কম্পিউটার বন্ধ করা পর আপনার ডিভাইসটি খুলবেন। কম্পিউটার চালু অবস্থায় খুলবেন না। আর র্যাম হিসেবে যে ডিভাইসটি ব্যবহার করছেন, সেটাতে কোন ফাইল সেভ করবেন না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ……
ভাল থাকুন… ভাল রাখুন আপনার পাশের মানুশদের।
কাজের জিনিস। ধন্যবাদ।
কাজের পোষ্ট……………..খুব ভালো……………
খুবই সুন্দর পোস্ট
onek kicho siklam
ব্রথের হেল্প মে প্লজ
Etodin Aitai Khujtesilam……..
fattta fati akare bomb futlo :P
Great Collection.
ধন্যবাদ|
বসের সব ই বস কালেকশন :)
অসাধারণ. এই জিনিস ই খুজসিলাম এতদিন. thank you বস.
অসাধারন। :D :D :D
তবে একটা প্রশ্ন। সফট দিয়ে করলে বেশি ইফেক্টিভ না রেডিবুস্ট বেশি ইফেক্টিভ ?
ধন্যবাদ অসাধারণ এই পোস্টের জন্য
অসাধারণ পোস্ট ………………….. অনেক ধন্যবাদ .
বাহ অনেক দিন পর সুন্দর পোস্ট, অনেক ধন্যবাদ আপনাকে.
অবশ্যই আপনাকে থ্যাংক্স দিয়ে ছোট করতে যাবনা। ধন্যবাদ অসাধারণ এই পোস্টের জন্য। :D
মোটেও ভালো পোস্ট নয় কিন্তু ফাটাফাটি পোস্ট ……………………… অনেক দিন পর একটি ফাটাফাটি পোস্ট উপহার পেলাম
ভাই অনেক অনেক সুন্দর একটি পোস্ট……
সরাসরি প্রিয়তে
আপনাকে থাঙ্কস দিয়া ছোট করব না.