এন.সি.
ভিজিট করুনঃ http://www.sciencetech.info/
Latest posts by এন.সি. (see all)
- পূর্বের থেকে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা ১০০০ ডিগ্রী বেশি - 27/04/2013
- Happy Engineers’ Day - 15/09/2012
- বিজ্ঞান ও প্রযুক্তির দ্বৈত প্রকাশনা ‘মাসিক সায়েন্সটেক’-এর ৪র্থ সংখ্যা প্রকাশিত হয়েছে - 13/09/2012
ইন্টারনেটে সরাসরি ‘ট্রানজিট অব ভেনাস’ দেখতে এখানে ক্লিক করুন। এরপর PLAY বাটনে ক্লিক করুন। শব্দ শোনার সুবিধার জন্য নিচের দিকে থাকা বৈশাখী টেলিভিশন STOP করে দিন। বাংলাদেশ সময় ভোর চারটা ১০ মিনিটে ট্রানজিট শুরু হয়ে গেছে। সুতরাং, আমাদের সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্ভবত আজ ঢাকায় সূর্যোদয় ভোর পাঁচটা ১৫ মিনিটে। সুতরাং, সূর্য উদয় হওয়ার পর থেকেই ট্রানজিট নিজ চোখে অবলোকন করা যাবে।
এই মুহূর্তে মহাকাশের যাত্রাপথে সূর্যকে অতিক্রম করছে শুক্র। বাংলাদেশের ক্ষেত্রে ট্রানজিট শুরু হয়েছে আজ ৬ জুন বাংলাদেশ সময় ভোর ৪ টা ১০ মিনিটে। সুতরাং, আমাদের সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৫ মিনিটে। সুতরাং, সূর্য উদয় হওয়ার পর থেকেই ট্রানজিট অবলোকন করা যাবে। শুক্রের সূর্য অতিক্রমের পরবর্তী দৃশ্য দেখা যাবে ২১১৭ সালে। তাই যারা মিস করবেন তাদের জন্য ২১১৭ সালের অগ্রিম শুভেচ্ছা।
Thnx
sorry vai kaj kore na
সরি ভাই স্লো স্পিড|
মিস করলাম :(
আমার নেট খারাপ !! :(
আমি সৌদি তে দেখার চেষ্টা করেছি লাভ হয়নি । বাংলাদেশে দেখা যেতে পারে । কিন্তু তিন ঘণ্টার ব্যবধানে দেখতে পাবার তো ক থা ।
শেষ পর্যন্ত দেখা গেল অইল্ডিং গ্লাস দিয়ে । আপনাকে অনেক ধন্যবাদ ।
Thanks
ধন্যবাদ ভাইয়া আমাদের এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য