Mahbubur Rahman Turzo
Latest posts by Mahbubur Rahman Turzo (see all)
- এলো “তারুণ্য বাংলা অভিধান” -এর নতুন ভার্সন! - 22/02/2015
- Islamic Ringtone অ্যাপ্লিকেশন আপনার Android Phone-এর জন্য! - 04/07/2014
- বের হল তারুণ্য বাংলা অভিধান-এর Android version !!! - 28/05/2014
আমরা সবাই জানি download করা (Installed নয়) software ফাইল সাধারনত Bluetooth এর মাধ্যমে স্থানান্তর করা যায়না । কিন্তু একটি ছোট্ট কৌশলের মাধ্যমে আপনি আপনার মোবাইলের Bluetooth কে ফাঁকি দিয়ে সহজেই software আদান-প্রদান করতে পারবেন ।
এর জন্য আপনার যা লাগবে :
১. Symbian অপারেটিং চালিত ফোন (Symbian software এর ক্ষেত্রে) ।
২. যেকোন Bluetooth support কৃত মোবাইল ফোন (ভিন্ন Company র দুটি মোবাইলের ক্ষেত্রে) ।
৩. Symbian S60-5th edition সমর্থিত মোবাইল ফোন(যেমন : Nokia C5-03, Sony Ericsion Vivaz etc) ।
যে কারনে এই পদ্বতি অবলম্বন করবেন :
১. হয়তো একই মডেলের মোবাইল সেট Use করছেন আপনি ও আপনার বন্ধু কিন্তু সে একটি সুন্দর Software ( যেমন :Game, theme,software etc) use করছে যা সে আগে download করেছে তা আপনার পছন্দ হয়েছে এবং আপনি তা ব্যবহার করতে চান ।
২. কোন সময় Mobile দ্বারা download কৃত(setup.exe , opera.sis, motogp.jar etc.) Software কম্পিউটার বা Laptop ছাড়া আদান-প্রদান করতে ।
৩. Pendrive এর বিকল্প হিসেবে ।
যেভাবে করবেন :
১. যে ফাইলটি send করবেন তার নামের শেষে .mp3 (জ্বী mp3 এর আগে একটা ডট দিতেই হবে) লিখুন।
যেমন: opera.sis থাকলে Rename করুন opera.mp3 তে ।
২. একটা warning tone দিবে, অগ্রায্য করুন।
৩. ফাইলটি mp3 তে রূপান্তরিত হবে, ভয় পাবেননা !!!
৪. এবার Bluetooth এর মাধ্যমে send করুন ।
৫. Send কৃত ফোনে ফাইলটি message আকারে inbox এ যাবে , ওপেন করুন ।
৬. ফাইলটি চলবেনা কিন্ত আপনকে save করতে বলবে , করুন ।
৭. এবার মেমরী কার্ড (মেমরী না থাকলে phone memory ) ওপেন করুন।
৮. Attachment ফোল্ডারটি ওপেন করুন, ফাইলটি mp3 আকারে দেখতে পাবেন ; অন্য ফোনে সংস্লিষ্ট ফোল্ডারে ।
৯. আবার Rename করে মূল নামটি দিন ।
যেমন : opera.mp3 থাকলে Rename করুন opera.sis তে( এই ডট ও sis গুরুত্বপূর্ণ)
১০. একটা warning tone দিবে, অগ্রায্য করুন।
১১.দেখবেন software টি আগের মত হয়ে গেছে :) :) :)
১২. Install করুন :) :) :)
Now Enjoy :) :P :) :O :) :) :)
এইভাবে আপনি .jar , .jad , Setup.exe কিংবা অন্য যেকোন software ও আদান-প্রদান করতে পারেন ।
এই পদ্বতি Android ফোনেও কার্যকরি ।
বিঃ দ্রঃ : এই পদ্বতি আমি করো কাছ থেকে শিখিনি, নিজ আবিস্কৃত । যদি কেউ এটি জেনে থাকেন তাহলে আমি নকল করেছি এটা ভাববেননা :) :) :)
এক কথায় অসাধারন
ভয়াবহ করে লিখেছেন ভাই
সুন্দর , কিন্তু পুরান জিনিস :( তবু ধনবাদ :)
আগে অনেক ব্যর্থ হয়েছি এবার মনে হয় পারব|ধন্যবাদ|
জাভা গেমে ত শেষে কিছুই থাকে না। তাহলে কি .mp3 লাগালে কাজ হবে?
.jar অথবা .jad ফাইলগুলো এই পদ্বতিতে Transfer করতে হলে Smart Phone লাগবে । S40 ফোনসেট দিয়ে আপনি এটা Bluetooth এর মাধ্যমে transfer করতে পারবেননা কারন এই সেটগুলোতে software একই সাথে set এর configuration অনুযায়ী download এবং সাথে সাথে install হয় । আপনার software গুলো যদি শুধু download করা থাকে তাহলে কম্পিউটারের মাধ্যমে Transfer করতে পারেন ! :) :) :)
একটি ভাল পোস্ট । ধন্যবাদ ভাইয়া
থাঙ্কস :)
হা হা হা , দারুণ লিখেছেন । আপনার জন্য শুভকামনা রইল । সাথেই থাকুন ।