বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস
সাইবার ওয়ার্ল্ডে বাংলাদেশ কে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা । তবে, আমারা কোনরূপেই বাংলাদেশী কোন ওয়েবসাইট নিয়ে কোন প্রকার এক্সপেরিমেন্ট করি না এবং করব না । আপনি আমাদের সাথে কাজ করতে হলে অথবাফেইসবুক গ্রুপে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে অবস্থান করতে হলে আমাদের গ্রুপ এর নীতি মালাগুলো মেনে চলতে হবে
Latest posts by বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস (see all)
- বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসে যোগ দিন। - 28/04/2013
- পুলিশ এবং বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস যৌথভাবে সাইবার সিকিউরিটির কাজ করছে: সুজন চক্রবর্তী - 28/01/2013
- বাংলাদেশ পুলিশের জন্য L.E.M.S [ Library Explore & Management System ] সফটওয়্যার ডেভেলপ করলো বাংলাদেশ পুলিশে কর্মরত “সুজন চক্রবর্তী”। - 24/01/2013
১৯৭১ সালে ৩০ লক্ষ্ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।পাকিস্তানী ও তাদের দোষর রাজাকারদের অত্যাচারের স্মৃতি আজও মানুষের মনে দান টেনে যায়।
আমারা BANGLADESH GREY HAT HACKERS বাংলাদেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে সবর্দা কাজ করে যাচ্ছি। আমরা কখনও বাংলাদেশের কোন সাইট হ্যাক করি নাই এবং করব না। যা আমরা পূর্বে সবাইকে জানিয়েছি।
এই লিংকে ক্লিক করুন আমাদের পূর্বে প্রকাশিত রিপোর্ট দেখেতে
গতকাল পাকিস্তানের তথাকথিত হ্যাকার গ্রুপ পাক সাইবার পাইরেট বাংলাদেশের একটি সরকারি সাইট http://www.nctb.gov.bd/ হ্যাক করে সেখানে আমাদের দায়ি করে। এটা সর্ম্পূন মিথ্যা এবং একটা সাজানো নাটক।
বাংলাদেশের আরেকটি হ্যাকিং গ্রুপ কিছু দিন আগে বলেছে যে তাদের হাতে বাংলাদেশের ৮৫% সাইটের সিকিউরিটি কন্ট্রোল রয়েছে। তারা এও বলেছে যে কোন সাইট হ্যাক হলে তার অল্প সময়ের মাঝে রিকভার করে দিতে পারবে। কিন্ত তারা তা করতে পারে নি।
এক্সপিয়ার সাইবার আর্মি বাংলাদেশের নাম ক্ষুন্ন করছে। তারা পূর্বে আমাদের বলেছিল যে বাংলাদেশের সাইট হ্যাক করে আমাদের নাম দিবে কিন্তু তখন বিভিন্ন ব্লগে এটি প্রকাশিত হওয়াতে সবাই যেনে যায় ফলে তারা তা করতে পারে নি। কিন্তু দেশদ্রোহী এ গ্রুপটি থেমে থাকে নি। তারা এখন ১৯৭১ সালের মত রাজাকারের ভুমিকায় অবতারনা করেছে। আর এখন নিজেরা বাংলাদেশের সাইট পাক সাইবার পাইরেটদের দিয়ে হ্যাক করছে এবং আমাদের দায়ি করছে। প্রমান করে দেই দেখুন
এখানে যে ছবিটা দিলাম তা
এক্সপিয়ারদের সম্পর্কের আপনারা সবাই জানেন যে তারা কখনও ভাল কাজ করে নি এবং কেউ করতে চাইলে সবসময় বাধা দিয়েছে যেমন বাংলাদেশ সাইবার আর্মির সাথে তারা সবসময় ঝগড়া করত এবং এখনও করে ঠিক তেমনি আমাদের সাথেও তারা একই কাজ করছে।
এক্সপিয়রের যতপ্রকার টুলস এবং স্ক্রিপ্ট আছে তা সবই পাকিস্তানের কাছ থেকে নেয়া। তারা যে পাকিস্তানের দালার তা তাদের গ্রুপে গেলেই বুঝা যায়।আপনারা জানেন তাদের এডমিন সবাই ব-কলম তারা লিনাক্স কি সেটাও চিনে না এবং ওপেনর্সোস বলতে কি বুঝায় তা জানে না। কিছু দিন আগে বাংলাদেশ সাইবার আর্মির একজন এডমিনকে বলেছিল যে তারা বিসিএ কে শিক্ষা দেয়ার জন্য পাকিস্তানী হ্যাকার ভাড়া করেছে। ঠিক একইভাবে এখন আমাদের জন্য পাক সাইবার পাইরেটদেরকে ভাড়া করেছে এক্সপিয়ার।
আমাদের ধারনা কিছুদিনের ভেতর এক্সপিয়ার বাংলাদেশের গুরুত্বর্পূণ সাইট হ্যাক করে সকল ডাটা পাকিস্তানের কাছে দিয়ে দিবে। এত করে পাকিস্তানি অপশক্তি হয়ত মাথাচারা দিয়ে উঠতে পারে এবং যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত হতে পারে।
আমার BANGLADESH GREY HAT HACKERS কোন বাংলাদেশী সাইট হ্যাক করি নাই এবং হ্যাক করতে সাহায্যও করি নাই। আমাদের সাথে পাকিস্তানের কোন প্রকার সর্ম্পক নাই এবং আমরা দেশের সাইবার স্পেসের জন্য হুমকি হয় এমন দেশের আক্রমন সহ্য করব না।
আমরা স্পষ্ট করে বলতে চাই http://www.nctb.gov.bd/ এটা হ্যাক হওয়ার পেছনে আমারা দায়ি নই এবং এর ডিফেজ পেজে যে নম্বার ও ছবি দেয়া হয়েছে তা সর্ম্পূন মিথ্যা এবং বানোয়াট।
BANGLADESH GREY HAT HACKERS এর কোন এডমিন বাংলাদেশে থাকে না সুতরাং বাংলাদেশের নাম্বার ব্যবহারের প্রশ্ন আসে না।
তারা যে ছবি দিয়েছে তা সর্ম্পূন বানোয়াট।
এক্সপিয়ার সাইবার আর্মি একটি দেশদ্রোহী ও রাজাকার হ্যাকিং গ্রুপ। পাক সাইবার পাইরেট এর মেম্বার ও এডমিন গোলাম আইনাব এর নিয়মিত এক্সপিয়ার গ্রুপে পোষ্ট থেকে প্রমান হয় যে এক্সপিয়ার পাকিস্তানি দোষর রাজাকার। এরা বাংলাদেশের তথ্য পাকিস্তানের কাছে দিয়ে দিচ্ছে। আপনার সবাই এদের থেকে সাবধান থাকবেন।এবং এসব দেশদ্রোহী গ্রুপ থেকে সাবধান থাকবেন।
তাদের কথঅ বিস্বাষ করবেন না এবং বিভ্রান্ত হবেন না।
▬▬▬▬▬▬▬আমরা Bangladesh Grey Hat Hackers (BGHH) সর্বদা দেশের জন্য নিবেদিত▬▬▬▬▬▬
একমত @ চিন্তিত পথিক ভাই|
আর কোন মন্তব্য নয়। কথায় কথা বারে। এই কথার শেষ হবেনা। তাই সকলকে বলছি এইটা নিয়া আর বারাবারি না করতে। টিউনারপেজ এডমিন প্যানেল এর পক্ষ থেকে চিন্তিত পথিক।
একমত
//এক্সপিয়ার সাইবার আর্মি বাংলাদেশের নাম ক্ষুন্ন করছে। তারা পূর্বে আমাদের বলেছিল যে বাংলাদেশের সাইট হ্যাক করে আমাদের নাম দিবে কিন্তু তখন বিভিন্ন ব্লগে এটি প্রকাশিত হওয়াতে সবাই যেনে যায় ফলে তারা তা করতে পারে নি।//
১-> আমরা আপনাদের কে হুমকি দিয়েছি, এই মর্মে আপনাদের কাছে কোন প্রমাণ থাকলে দয়া করে দেখিয়ে জাতিয়ে একটু ধন্য করবেন ।
=============================
//কিন্তু দেশদ্রোহী এ গ্রুপটি থেমে থাকে নি। তারা এখন ১৯৭১ সালের মত রাজাকারের ভুমিকায় অবতারনা করেছে। আর এখন নিজেরা বাংলাদেশের সাইট পাক সাইবার পাইরেটদের দিয়ে হ্যাক করছে এবং আমাদের দায়ি করছে।//
২-> এই বিষয়ে পুরাই শিশুতোষ খেলাধুলার প্রমাণ দিয়েছেন দেখতেছি । জি আমরা বলেছি ডিফেস পেইজে আপনাদের এডমিন দের লোকেশন দিয়ে দেব যে কাজটি এখন করেছে পাক সাইবার পাইরেট ।
আর তাতেই প্রমাণ হয়ে গেল এই কাজটি আমাদের করা । কঠিন যুক্তি । হাসাবেন না আর ।
=============================
এক্সপিয়ারদের সম্পর্কের আপনারা সবাই জানেন যে তারা কখনও ভাল কাজ করে নি এবং কেউ করতে চাইলে সবসময় বাধা দিয়েছে যেমন বাংলাদেশ সাইবার আর্মির সাথে তারা সবসময় ঝগড়া করত এবং এখনও করে ঠিক তেমনি আমাদের সাথেও তারা একই কাজ করছে।
৩-> এই অযাচিত অংশটুকুর জন্য টিউনার পেইজ মডারেশন এর দৃষ্টি আকর্ষণ করছি ।
=============================
///এক্সপিয়রের যতপ্রকার টুলস এবং স্ক্রিপ্ট আছে তা সবই পাকিস্তানের কাছ থেকে নেয়া।///
৪-> এই মহামূল্যবান তথ্য খানি আপনি কিভাবে জানলেন ? আপনি যেহেতু আমাদের মেম্বার না এবং পাকিস্তানের সাথেও আপনার কোন যোগাযোগ নেই তখন তো আপনার মনগড়া উপস্থাপিত এই তথ্যের গ্রহণযোগ্যতা নিজ থেকেই হারায় ।
=============================
///তারা যে পাকিস্তানের দালার তা তাদের গ্রুপে গেলেই বুঝা যায়।আপনারা জানেন তাদের এডমিন সবাই ব-কলম তারা লিনাক্স কি সেটাও চিনে না এবং ওপেনর্সোস বলতে কি বুঝায় তা জানে না।///
৫-> কিভাবে বুঝলেন ?
=============================
///কিছু দিন আগে বাংলাদেশ সাইবার আর্মির একজন এডমিনকে বলেছিল যে তারা বিসিএ কে শিক্ষা দেয়ার জন্য পাকিস্তানী হ্যাকার ভাড়া করেছে। ঠিক একইভাবে এখন আমাদের জন্য পাক সাইবার পাইরেটদেরকে ভাড়া করেছে এক্সপিয়ার।///
৬-> বিসিএ এর কোন এডমিনকে, কে কি বলেছিল তা বিস্তারিত বললে সবার জানতে শুবিধা হত ।
৭-> আর আপনাদের জন্য যে পাক সাইবার পাইরেটদেরকে ভাড়া করেছি বলে অভিযোগ করেছি তার সুনিদিস্ট প্রমাণ দেখাবেন বলে আশা রাখি ।
=============================
///আমাদের ধারনা কিছুদিনের ভেতর এক্সপিয়ার বাংলাদেশের গুরুত্বর্পূণ সাইট হ্যাক করে সকল ডাটা পাকিস্তানের কাছে দিয়ে দিবে।///
৮->ভাইজান ধারণার উপর ভিত্তি করে কথা বলা স্রেফ পাগলের পাগলামি ।
=============================
///এত করে পাকিস্তানি অপশক্তি হয়ত মাথাচারা দিয়ে উঠতে পারে এবং যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত হতে পারে।///
৯-> এই যে মিস্টার যুদ্ধাপরাধীদের বিচার কি ৬০ ওয়াটের ফিলিস্প বাতি ? শুধুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য এই রকম একটা ইস্যু নিয়ে খেলা করা কতটা যুক্তিক ?
=============================
//এক্সপিয়ার সাইবার আর্মি একটি দেশদ্রোহী ও রাজাকার হ্যাকিং গ্রুপ। পাক সাইবার পাইরেট এর মেম্বার ও এডমিন গোলাম আইনাব এর নিয়মিত এক্সপিয়ার গ্রুপে পোষ্ট থেকে প্রমান হয় যে এক্সপিয়ার পাকিস্তানি দোষর রাজাকার। এরা বাংলাদেশের তথ্য পাকিস্তানের কাছে দিয়ে দিচ্ছে।//
১০-> আমাদের গ্রুপের নিয়মকানুন ব্রেক না করে যে কেউ(যে কোন দেশের/যে কোন গ্রুপের) পোস্ট করতে পারে এবং করে । আর এতে পাকি কেঊ যদি পোস্ট দেয় আর তা দিয়ে যদি প্রমান করতে চান যে আমরা দেশদ্রোহী ও রাজাকার হ্যাকিং গ্রুপ তাহলে আপনার মানসিক বিকাশ নিয়ে সবাই সন্ধিহান হয়ে পড়বে ।
=============================
এখন এই প্রশ্নগুলোর উত্তর দেন । আমরা ও আমাদের সম্পর্কে জানি ।
এইসব বাদ দেন ভাই, তালি এক হাতে বাজে না। বেশি খোঁড়াখুঁড়ি কইরেন না, পরে সাপ না, ডাইনোসর বের হয়ে গেলে বিপদে পড়বেন।
কিছু ভাল কাজ করেন, বাংলাদেশি ওয়েবসাইট এর সুরক্ষা দেন, ওয়েবসাইট কিভাবে নিরাপদ রাখতে হত সেইগুলা নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেন, সাধারন পাবলিক কে ব্যাক্তিগত নিরাপত্তার ব্যাপারে সচেতন করেন। সিকিউরিটি ক্লাস নেন। আপনারা ধোয়া তুলসি পাতা না। নিজেদের স্কিল বাড়ান আগে। তারপর যুদ্ধ লাগতে যান। :P
ভাল কাজ করেন, তখন আপনাদের আর সাফাই গাইতে হবে না।
ভাই দয়া করে ওয়েবসাইট টা সচল করার বাবস্তা করুন প্লিজ
ওই ভাই @ মোতাব্বিরের পাক er site hack korse দেখেই পাক khepse N bd এর Only One site hack kore just একটা message দিসে ! আর @ বদ গ্রে সুনেন আমার হাত জুস্ত পাক অ না ! আমার হাত bd Hackers গ্রুপ aw ase N আমি Expire এর মেম্বার না !
এক্সপায়ার রা বাংলাদেশি সাইট ডিফেস করে বিসিএ এর নাম দেয়। এই ধরনের রাজাকারা নিপাত যাক।
সহমত পোষণ করছি
@মারুফ আলাম 04-06-2012, 05:21
//এক্সপায়ার রা বাংলাদেশি সাইট ডিফেস করে বিসিএ এর নাম দেয়। এই ধরনের রাজাকারা নিপাত যাক।//
—> ভাই এমন কোন প্রমান কি আছে ? থাকলে দিবেন আশা করি । আর রাজাকার যে বললেন কোন যুক্তি থেকে বললেন ?? তাও অবশ্যই জানাবেন
এক্সপায়রের গ্রেট লেমামার মোতাব্বরের কাগু কোন দিন কোন কাজ করে নাই শুধূ বিভিন্ন গুপে ঝগড়া লাগাইছে যাই হোক প্রমান দেয়া হয়েছে নতুন ছবি আপলোড করে দিয়েছি।
আরও প্রমান আছে সময় হলে দেখাব।
আপনাদের কি অন্যের বদনাম করা ছাড়া আর কোন কাজ নাই? পাকিস্তানীরা আপনাদের নামে সাইট হ্যাক করছে তো আপনারা পারলে তাদের সাইট হ্যাক করেন গিয়ে। অন্য গ্রুপের দোষ দেন কেন? আর আপনার লেখার কোন ভিত্তি নাই, কোনকিছুর প্রুফ দিতে পারেন নাই আপনি। এই ফালতু পোস্ট পড়ে আমার অনেক মূল্যবান সময় নষ্ট হলো।
একটা পরামর্শ দেই- আপনাদের গ্রুপের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ছাইরঙের নিন্দুক সমিতি’ রাখুন। তাহলেই কাজের সাথে মিল পাওয়া যাবে :)
মেতাব্বরের কাগু গ্রেট রাজাকার তোমার কি কোন কাজ নাই সবার সাথে ঝগরা লাগানো ছাড়া ? তোমার জন্য সব জায়গায় সব গ্রুপে ঝগড়া লাগে। তোমাদের মত কিছু মেম্বারের কারনে বাংলাদেশের হ্যাকারদের ঐক্য নষ্ট হচ্ছে। জীবনে কখনও হ্যাক করতে দেখলাম না। খালি কমেন্টস করে আর ল্যামিং করে এক্সপিয়ার ও অন্যান্য গ্রুপের সাথে ঝগড়া লাগাতে পার। ভাল হয়ে যাও নয়ত একসময় বিপদে পরবা। কারন আমরা সব হ্যাকাররা যখন দেশের জন্য কাজ করতে নামব তখন সব কিছু ভুলে যাব আমরা ঠিকউ এক হয়ে যাব তখন তোমাদের মত মেম্বারদেরকে কি করা হবে চিস্তা করেছ >? এটা স্কিন সট বানাইয়া পোষ্ট দিয়া বইল যে আমি বলছি। সোহেল সাজিদ ডেমেজ সবাইরে দেখাইয়া কয়েকদিন লেমিং করো যাও।
অনেক কিছু জানার রইল। কারন এখনও কোন প্রশ্ন বা তার যথাযথ উত্তর দেখলাম না।
আরে গাধা আমরা নিজেরাই তখন তাদের ট্রেইনিং দিসি । আমাদের এডমিন বিডি এক্সটর কে কি ভুলে গেছেন ? সাইবার ওয়ারে তার অবদান কি মনে নাই। আমরা সবাই আমাদের গ্রুপ বাদ দিয়ে এক হয়ে কাজ করেছি। দেশের জন্য সব ছেড়ে কাজ করেছি আর আমাদের গ্রুপের নাম নিয়ে আপনার মাথা ব্যাথা? শুনেন আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল তাদের সাথে কাজ করার জন্য তাই আমরা সবাই দেশের জন্য সব কিছু ত্যাগ করে দেশের জন্য এক হয়ে কাজ করেছি।
সাইবার ওয়ার এ বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস দের অবদান অনস্বীকার্য
বিডি এক্সটর এর কথা কখন ভুল্বনা এবং ভুলি নাই
কিন্তু ভাই দয়া করে সাইট টা সচল করার বাবস্তা করুন