গেমওয়ালা
Latest posts by গেমওয়ালা (see all)
- গ্রামীণফোনের নিষিদ্ধ নেট!! ২জি এবং ৩জি (পিসি/এন্ড্রয়েড) - 13/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি স্টোরিস – পিসি সংস্করণ! (২০১৪) - 07/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি গেমওয়ালা এডিশন!! - 28/09/2014
কেমন আছেন আপনারা? :) কথা ছিল নতুন নতুন গেমস এর রিভিউ নিয়ে হাজির হবো আপনাদেরই সামনে। তাই নিয়ে এলাম গেমস জোন এর আরেকটি নতুন পর্ব। নতুন নতুন গেম নিয়ে গেমস জোন এ রিভিউ হবে। তবে এখন থেকে গেমস জোন এর পর্বের মাঝে কিছুটা গ্যাপ থাকবে। এই ধরেন ১-২ দিনের গ্যাপ থাকবে। তবে প্রতি সপ্তাহে ৪টি গেমস এর রিভিউ আমি গেমস জোন এ দিতে পারবো। যদিও গত ১ সপ্তাহে এই গেমসটি সহ মোট ৫টি রিভিউ লিখে ফেলেছি! :D
টিউনারপেজ এ এখন প্রতিনিয়ত নতুন নতুন টিউনার আসছেন। তাদের কে কিছুটা সুযোগ দেওয়া দরকার। আর আমার ও খানিকটা “দম”নেওয়াও দরকার! হি হি হি! :lol:
যাহোক , আজকের গেমসটি হলো হিটম্যান গেমস সিরিজের আপকামিং গেম Hitman: Absolution.
******
Hitman: Absolution
Developer:
IO Interactive
Publisher:
Square Enix
Series:
Hitman
Engine:
Glacier 2
Platform(s):
Microsoft Windows,
PlayStation 3,
Xbox 360.
Release Date:
November 20, 2012
Genre(s):
Stealth,
third-person shooter
Mode(s):
Single-player,
Multiplayer.
Hitman: Absolution হিটম্যান গেমস সিরিজের ৫ম গেম। যারা হিটম্যান গেমস সিরিজগুলো খেলেন নি তাদের জন্য বলছি,
হিটম্যান গেমসগুলো মারামারি কাটাকাটির গেমস নয়। এই গেমস এ আপনাকে বুদ্ধিমত্তার সাথে আপনার টার্গেট কে মারতে হবে। গেমসটিতে আপনাকে সিরিয়াল কিলার “হিটম্যান” চরিত্রে খেলতে হবে।
হিটম্যান: আত্মসমর্থন গেমটি নতুন নতুন অনেক ফিচার আপনাদের জন্য অপেক্ষা করাতে। ডেভেলপারা গেমসটির action and gunplay তে ব্যাপক জোড় দিচ্ছেন। গেমটি এ বছরের নম্ভেবর ২০ (২০১২) তে রিলিজ হবে।
System Requirements:
Lowest Requirements:
Processor:
Intel Pentium 4 HT 530, or
Athlon 64 3300+
Graphic Card:
GeForce GT 220, or
Dadeon HD 7450 GDDR5.
Ram:
2GB
Operating System:
Windows XP 32 Bit
Other:
Direct X 9.0 with Shader Model / Pixel Shader 3
Hard Drive Space:
10GB Free Space
Good Adjusted Requirements:
Processor:
Intel Core 2 Duo E7200 2.53GHz, or
Phenom II X2 542
Graphic Card:
GeForce 8800 GTS 1GB, or
Radeon HD 6570 1GB DDR5.
Operating System:
Windows XP 32 Bit
Ram:
3GB
Other:
Direct X 9.0 with Shader Model / Pixel Shader 3
Hard Disk Space:
10GB free space
Best Performance & Best Graphic Requirements:
Processor:
Intel Core 2 Quad Q6400 2.13GHz, or
Phenom 9600B Quad-Core.
Graphic Card:
GeForce GTX 260 2GB, or
Radeon HD 6770 2GB.
Operating System:
Windows 7 64Bit.
Ram:
4GB
Hard-Disk Space:
10GB Free Space
Other:
Direct X 9.0 with Shader Model/ Pixel Shader 4.0
গেমটির ডেভেলপমেন্ট কাজ শুরু হয় ২০০৭ সাল থেকে। এর এপ্রিল ২০, ২০১১তে গেমটির নাম হিটম্যান: আত্মসমর্থন (্এ্যাবসোলুশন) রাখা হয়। এর মে ৬, ২০১১ তে গেমটির একটি ভিডিও ট্রেইলার বের হয়।
আশা করি হিটম্যান ফ্যান দের জন্য নতুন নতুন সব চমক নিয়ে অপেক্ষা করছে এই গেমটি।
অবশ্যই খেলে দেখবেন গেমটি। আর আমি তো হিটম্যান গেমস সিরিজের মারাত্বক ফ্যান! হিটম্যান গেমস দিয়েই আমি থ্রি.ডি গেমস এর জগতে প্রবেশ করি। :P
আজ এ পযর্ন্তই। সামনের পর্বগুলোতে আরো নতুন নতুন সব গেম নিয়ে আমি আল্টিমেইট টিউনার হাজির হবো আপনাদেরই সামনে। :D
সেই পযর্ন্ত সবাই ভাল থাকুন এবং আপনার আশেপাশের মানুষদের ও ভাল রাখুন।
খোদা হাফেজ।
(সিনেমার ডায়ালগ বলে ফেললাম ! হা হা হা!) :lol:
hitman ১ এর পর আর ভালো লাগেনি গেম গুলা……
ভাই এইটা কথাথেকে নামাব বললে ভালো হত .
এরকম গেইম হাতছাড়া করমুনা
ইশ, একদিন টিপি তে না আসায় কত কি মিস করলাম !
এটার ট্রেইলার দেখেছিলাম, দারুন লেগেছে । গ্রাফিক্স প্রলেম হলেও সমস্যা নেই ব্লাডমানির মতো এটাও Swift Shader দিয়ে টেনে টূনে খেলা যাবে !ekta কথা, Hitman কিন্তু িরিয়াল কিলার নয় ! Hitman মানে আততায়ি বা Assasin . সে সিরিয়াল কিলার হলো কবে ? গেমটির লক্ষ্য কিন্তু যাতে অপ্রোয়জনে একজন মানুষ ও না মরে ! মরলে Silent Assasin Ranking পাওয়া যায়না ! যাই হোক, দারুন টীউন :)
Cor 2 duo 2.8GHz,4GB ram , ATI 5450HD 1GB graphics card এ কেমন চলবে ?????????
Darksider 2 ki barhoisa????????
80% Speed :)
এইটার ট্রেইলার দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল।
আফসুস। :(
ধন্যবাদ
ধন্যবাদ।
:)
হ্যালো , তুই কী কোন ভালো গেম থুক্কু কম গ্রাফিক্সের গেম আনতে পারস না ? গ্রাফিক্স এর আগ পর্যন্ত তো সব ঠিকই থাকে বাঁশটা খাই গ্রাফিক্সে গেলে । গরিব মানুষ গ্রাফিক্স কার্ড কিনার টাকা নাই :(
আমার মনের কথা বলছেন ভাই :(
আলটিমেট টিউনার ভাই আপনি গেমের বিস্তারিত বলার আগে গ্রাফিক্স কার্ড এর কথা প্রথমে বলে নিবেন, পুরা পোস্ট পরি, ফ্যান্টাসি জন্মে, গ্রাফিক্সটা পড়ে ফ্যান্টাসি ফুসসসসসসসস হয়ে যায় :(
ঠিক আছে ভাই, :x
প্রথম দিকের সারিতে কনফিগারেশন বলে দিব সামনের পর্ব গুলো থেকে। :D
প্রথম দিকের পর্ব গুলো ত আগের গেম গুলো দিয়েই করতাম। :)
ইদানিং নতুন গুলো দিয়ে শুরু করছি।
চিন্তা করিস নাহ। সপ্তাহে ৪টি গেমের মধ্যে একটি আগের কম গ্রাফিক্স ওয়ালা গেম নিয়ে পোষ্ট থাকবে। যেইটা খেলে বড়লোক হতে পারবি! :D