Latest posts by খোকন (see all)
- ফটোশপের কয়েকটি সাধারন সমস্যা ও তার সমাধান, যা আপনার জানা দরকার! - 23/07/2012
- সাদা-কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট) - 26/05/2012
- ফাইলের নিরাপত্তার দিন ডিলেট এবং কপি থেকে! - 26/05/2012
আমরা অনেক সময়ই বিভিন্ন ফাইল কিংবা ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে রাখি যেন কেউ তা দেখতে না পারে, তবে ওর কিন্তু ফাইলটি ডিলেট করার পারমিশন থেকেই যা! কিন্তু আমি বলোবো তার এ পারমিশন নেই, ফাইলটি সে কপিও করতে পারবে না। আপনি হয়তো ভাবছেন কিভাবে তা সম্ভব? সম্ভব ছোট্ট একটি সফটওয়ারের মাধ্যমে। সফটওয়্যারটির নাম Easy File Locker। এটি একটি ফ্রীওয়্যার সফটওয়্যার যার সাইজ মাত্র ৩০০ কেবি এর মতো! এটি দিয়ে আপনি যা যা করতে পারবেন-
১। ফাইল হাইড করে রাখতে পারবেন।
২। ফোল্ডার হাইড করে রাখতে পারবেন।
৩। Write অপশন ডিজেবল করে রাখতে পারবেন।
৪। ডিলেট অপশন ডিজেবল করে রাখতে পারবেন।
৫। Access অপশন ডিজেবল করে রাখতে পারবেন মানে হলো ফাইল দেখা যাবে কিন্তু ওপেন করা যাবে না।
৬। এবং আরো অনেক কিছু।
তো আর দেরি কেন এখনি ডাউনলোড করে ফেলেন এই অতীব প্রয়োজনিয় সফটওয়ারটি। আর সময় পেলে আমার ব্লগে একটু ঘুরে আসেন।
ভাই, আমি easy locker এর password ভুলে gese …. pls হেল্প
ডিলেট এবং কপি থেকে বাচানোর ভাল টিপস তো
সহজ পদ্ধতি জানানর জন্য ধন্যবাদ
ভেরি সিম্পল বাট effective ….থাঙ্কস
হুম, ধন্যবাদ ডালিম ভাই।
লক লক :D
এটাই দরকার ছিল
অনেক ধন্যবাদ।
চায়ের দাওয়াত রইলো।
এসে পরব কিন্তু :P
দারুন সফট ! :) অনেক ধন্যবাদ .
চায়ের দাওয়াত রইলো। :)