গেমওয়ালা
Latest posts by গেমওয়ালা (see all)
- গ্রামীণফোনের নিষিদ্ধ নেট!! ২জি এবং ৩জি (পিসি/এন্ড্রয়েড) - 13/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি স্টোরিস – পিসি সংস্করণ! (২০১৪) - 07/10/2014
- গেমস জোন :: ভাইস সিটি গেমওয়ালা এডিশন!! - 28/09/2014
গেমস জোন: HALO 3 (Xbox 360)
এহেম! এহেম! কেমন আছেন?
ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এর মাঝে থেকেই আমি নিয়ে এসেছি গেমস জোন এর আরেকটি নতুন পর্ব।
গেমস জোন একটি ধারাবাহিক টিউন যা শুধু মাত্র গেমস নিয়ে পোষ্ট করা হয় মানে গেমস রিভিউ করা হয়। এবং আজ থেকে গেমস নিয়ে আরেকটু বেশি বেশি পোষ্ট দেওয়া চেষ্টা করবো।
আপনার হয়তো বলবেন যে আমার খেয়ে দেয়ে কোন কাজই নেই! হা হা হা>>>>> আসলেই আমার তেমন কাজ নেই!
যা হোক,
গেমস জোন এ চলছে “হালো” গেমস সিরিজ।
Developer’s:
Bungie
Publisher’s:
Microsoft Game Studios
Platform:
Xbox 360
Release Date(s):
25 September, 2007 (Australia, Brazil, India, New Zealand, North America and Singapore)
26 September, 2007 (Europe)
27 September, 2007 (Japan)
Genre:
First-person shooter
Modes:
Single-player,
Multiplayer.
হালো ৩। গেমসটি ২০০৭ সালের সেপ্টেম্বর ২৫ , ২৬ এবং ২৭ এ শুধুমাত্র এক্স.বক্স ৩৬০ গেম কনসোল এর জন্য রিলিজ করা হয়।
মানে পিসির জন্য গেমটি রিলিজ হয় নি। তাতে কি? আমি আমার পিসির জন্য এক্স.বক্স কনসোল এ্যমোলেটর ডাউনলোড করে মাকের্ট থেকে সিডি কিনে তারপর খেলেছি! তবে এজন্য ৪০% এক্সট্রা র্যাম এবং ২৩% বেশি গ্রাফিক্স কার্ড মেমোরি লেগেছে আমার। তাই আপনাদের জন্য আজ কোনো ডাউনলোড লিংক থাকছে নাহ। গেমটি পছন্দ হলে অবশ্যই মার্কেট এ গিয়ে একটু খোঁচা মেরে দেখিয়েন।
Game Info:
Halo 3 গেমটি Halo গেমস সিরিজের ৩য় গেম। Halo 3 গেমটি Halo 2 এর সিকুয়্যাল। গেমটির বিষয় হলো ২৬শ শতকের মানুষ এবং কয়েকটি এলিয়েন গোষ্ঠীর মধ্যকার যুদ্ধ। যেখানে আপনাকে মানব ফোর্স এর সুপার সোল্ডার Master Chief এর ভূমিকায় খেলতে হবে।
Halo 3 গেমটি মাইক্রোসফট এর গেম কনসোল এক্স.বক্স৩৬০ এর জন্য নির্মিত হয়। মজার ব্যাপার হল মাইক্রোসফট হালো ৩ গেমটির মার্কেটিং এর পিছনে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে রিলিজ এর প্রথম সপ্তাহেই ৩০০ মিলিয়িন মার্কিন ডলার আয় করে!
রিলিজ এর প্রথম ২০ ঘন্টায় ১ মিলিয়নের বেশি লোক গেমটি খেলেন।
গেমটিতে মাল্টিপ্লেয়ার এর বেশি জোর দেওয়া হয়। বিশেষ করে প্লট এবং ক্যামপেইন লেআউট এ।
Game-Play:
সিরিজের আগের গেম হালো ২ এর তুলনায় হালো ৩ এ মারাত্বক গ্রাফিক্স ইফেক্ট যোগ করা হয় । গেমটির গল্প বেশির ভাগই পা’য়ে তবে অবশ্য গাড়িতে উঠেও খেলা যায়।
আগের সিরিজের তুলনায় আরো কিছু নতুন অস্ত্র এবং গাড়ি যোগ করা হয় । রয়েছে একক অস্ত্র সাথে ডুয়াল অস্ত্র। ডুয়াল অস্ত্র ব্যবহারে প্লেয়ার এর হাঁটা-চলার স্পিড কমে গেলেও ডুয়াল অস্ত্র গুলো ফায়ার-পাওয়ার মারাত্বক।
প্লেয়ার একক এবং ডুয়াল অস্ত্র মিলিয়ে এক সাথে মোট ৩টি অস্ত্র বহন করতে পারবে।
গেমটিতে দুটি টুলস যুক্ত করা হয়। একটি Forge এবং একটি Map-editing Tool.
Forge দিয়ে মাল্টিপ্লেয়ার এর ম্যাপ, অস্ত্র সহ যেকোন কিছু নিজের ইচ্ছে মত ডিজাইন করা যায়। (অনেকটা Delta Force এর Mission Editor Tools এর মতই)
হালো ৩ গেমটির পটভূমি তে রয়েছে ২৫৫২ এবং ২৫৫৩ সাল। (হালো গেমটির সিরিজ শুরু হয়েছিল ২৫২৫ সালের পটভূমি দিয়ে)
হালো ২ গেমটির একদম শেষের দিকে একটি এলিয়েন; পৃথিবীর সন্ধান পায় এবং হালো ৩ গেমটি পৃথিবীর মধ্যে যু্দ্ধ নিয়ে রচিত হয়।
“হালো” হল গুটি কয়েক “রিং-বিশ্ব” যাদের আয়তন ডায়ামিটার এ প্রায় ১০০ কিলোমিটার। এই রিং-বিশ্ব গুলো হাজার হাজার বছর আগে Forerunners দ্বারা তৈরি করা হয় ভৌতিক এলিয়েন জাতি Flood কে ধ্বংস করার জন্য। হালো রিং গুলো একটিভ করা হলেই পুরো galaxy ধ্বংস হয়ে যাবে। তবে মজার ব্যাপার হলো, রিং গুলো তৈরি করার পরই Forerunners রা উধাও হয়ে যায়। তবে Forerunners দের বুদ্ধিমান মেশিন 343 Guilty Spark থেকে যায়।
হালো ৩ গেমটির গল্প শুরু হয় পশ্চিম আফ্রিকায় প্লেয়ার ক্রাশ-লেন্ডিং এর মাধ্যমে। যেখানে এলিয়েন জাতির লিডার Arbiter এবং মানব ফোর্স এর লিডার ক্যাপটেন Keyes এর মধ্যে যুদ্ধ চলছিল। এভাবেই শুরু হয় হালো ৩ গেমটি।
Character’s:
Master Chief (Player),
Human Created Artificial Intelligence Cortana,
Lord Hood,
Captain Miranda keyes,
Avery Johnson (Human Solders Leader),
The Forerunner Artificial Intelligence 343 Guilty Spark,
Alien Covenant Commander Arbiter,
Immense Artificial Structure Ark.
Development:
Halo 3 এর কাজ Halo 2 রিলিজের আগেই শুরু করা হয়েছিল। গেমটির প্রতি সপ্তাহের উন্নয়ন কর্ম Bungie কোম্পানি ওয়েবসাইট এ প্রকাশ করা হত। ডেভেলপমেন্ট পর্ব টি single player and multiplayer দুটি ভাগে বিভক্ত করা হয়। মাল্টিপ্লেয়ার ডেভেলপমেন্ট সরাসরি ওয়েবসাইট এ-ই করা হত। তবে single player ডেভেলপমেন্ট টি সম্পূর্ণ গোপন রাখা হয় ব্যবসার জন্য।
Graphics:
হালো ৩ গেমটিতে চমক-প্রদক গ্রাফিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়। এদের মধ্যে রয়েছে High Dynamic Range, Global Lighting and Depth of field effects within Cutscenes, Motion Blurring.
গেমটি এই উন্নত গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়েছে যে 1280×720 (HD) resolution এর নিচে খেলা যায় না।
Audio:
হালো ৩ গেমটি Fully Supports 5.1 surround sound audio.
সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) অডিও পিস রয়েছে।
৪০ হাজার এর কম-বেশি ডায়ালগ রয়েছে। (হালো ২ গেমটি তে কম-বেশি ১৫ হাজার অডিও ডায়ালগ ছিল)
Cast:
Jen Taylor as Cortana,
David Scully as Sergeant Johnson and the Elites,
Keith David as The Arbiter,
Tim Dadabo as 343 Guilty Spark,
Ron Perlman as Lord Hood,
Robert David as Rtas Vadum,
Steve Downes as the Master Chief.
গেমটি খেলতে হলে আপনার দরকার হবে একটি এক্স.বক্স ৩৬০ গেম কনসোল। যাদের কাছে এটি নেই তারা নেট থেকে এর এ্যামুলেটর টি পিসিতে ডাউনলোড করে নিন। এরপর মার্কেট থেকে হালো ৩ ডিভিডি টি কিনুন। কিছু কিছু ক্ষেত্রে হালো ৩ এর পিসি ভার্সন মার্কেট এ পেতে পারেন যেখানে আগে থেকেই এ্যামুলেটর টি দেওয়া আছে।
এ্যামুলেটর এর মাধ্যমে গেমটি আপনার পিসিতে খেলতে হলে আপনার পিসিতে যা যা লাগবে:
Operating System:
Windows XP, Windows Vista, Windows 7 (উইন্ডোজ ৮ এ চলবে কিনা তা আমি শিউর নই। কারণ আমার কাছে উইন্ডোজ ৮ নেই)
Processor:
Minimum Quard-Core 2.8GHz.
Core i3 হলে Maximum Graphic দিয়ে খেলতে পারবেন।
Ram:
Minimum 2GB.
3GB হলে সবোর্চ্চ স্পিড পাবেন।
Graphic Card:
Minimum 256MB.
512MB হলে ভাল।
Shader Model / Pixel Shader:
Version 3.0
তো আশা করি আজই গেমটি খেলে দেখবেন।
আজ এ পযর্ন্ত ই
আগামী পর্বে থাকছে হালো সিরিজের পরবর্তী গেম:
Halo Wars
কঠিন একটা গেমস
মাথা নস্ত হই যাচ্ছে
ধন্নবাদ
পেয়েছি ! এডের জ্বালায় আসল লিঙ্ক পাওয়া দায় !
http://www.emulator-zone.com/download.php/emulators/xbox/xeon/Xeon_10.rar
XBOX এমুলেটরের লিঙ্কটা এটু দিবেন ?
Xbox = http://www.emulator-zone.com/doc.php/xbox/
লিংক গুলোতে বিস্তারিত লেখা এবং ডাউনলোড লিংক দেওয়া আছে।
আমি গুগলের ব্যবহার ভালই জানি, আপনার লিঙ্কটাও সার্চ করে প্রথমেই পেয়েছি, কিন্তু লিঙ্ক গুলো সব এড ! ডাউনলোড লিঙ্ক পাচ্ছিনা ! একটু সাহয্য করবেন ?
একটা জিনিস কেউ আমাকে বুঝবেন ? আমার পোস্টেও খেয়াল করেছি, টিউনারপেজে RAM ্বাংলায় লিখলে র্যাম হয়ে যায় ! কেন ?
র্যাম। এখন ঠিক আছে? আপনি অভ্র ব্যাবহার করতে পারেন, সবচেয়ে ভালো এবং নির্ভূল বাংলা টাইপ করার জন্য।
অভ্রই তো ব্যবহার করি ! ব্রাউজারে মনে হয় সমস্যা !
এটা আমারো প্রশ্ন । আমি অনেক একপার্ট বাঘা বাঘা টিউনারকে দেখেছি যার্ম লিখতে। কেন লিখে এটা রহস্য।
”এক্স.বক্স কনসোল এ্যমোলেটর ডাউনলোড করে মাকের্ট থেকে সিডি কিনে তারপর খেলেছি! তবে এজন্য ৪০% এক্সট্রা র্যাম এবং ২৩% বেশি গ্রাফিক্স কার্ড মেমোরি লেগেছে আমার।”
ভাই আপনি পাগলা গেমার :O (মাইন্ড খায়েন না আবার ;) )
তবে সব মিলিয়ে গেমটার ওজন আমার কাছে টন টন লাগছে :P
সাধ থাকলেও খেলতে পারব না :(
:cry:
Ha ha ha! :D
এমোলেটর ব্যবহার করলে অবশ্যই RAM এবং কার্ডের উপর বাড়তি চাপ পড়ে। 8O
কারণ প্রথমে পিসিতে এমোলেটর লোড করতে হয়। তারপর গেমকে। :|
এককালে আমিও দিতাম ৩-৫ ঘন্টা। যতক্ষণ পিসি ততক্ষণ গেম। এখনো দিতাম জদি পিসির কনফিগারেশনটা আপডেট থাকত। :(
পাগলা গেমার! বেশ বলেছেন ত! :) দিনে ৩ ঘন্টা গেম এর পিছনে ব্যয় করি। বাকি সময় লোডশেডিং এর পিছনে! হা হা হা :D
খাওয়া টাও বুঝি লোডশেডিং দিয়েই সারেন ? :প
জটিল হইছে ভাই ………………………………
:lol:
এত স্ক্রিনশট না দিলে হয়না ? :lol: :P
নারীর শরীলে গয়না যেমন সুন্দর দেখায় তেমনি স্ত্রিনশন পোষ্ট এর সৌন্দর্য বৃদ্ধি করে। :P
কিন্তু ইমিটেসন ও ভালো না ! বেশির ভাগ মাল্টিপ্লেয়ারের স্ক্রিন শট !
দারুন ! ফাটাফাটি ! এক কোথায় অসাধারণ ! চমৎকার রিভিউ !
আপনাকে অনেক ধন্যবাদ দিয়েও জেন অপূর্ণতা থেকে গেল ! এত সুন্দর ইর্ভিউ লিখেন কি করে ?
গেমের কাহিনীটা দারুন লাগছে . কিন্তু আমার গ্রাফিক্স কার্ডের কাছে না :cry:
যাই হোক একটু Confution এ আছি Halo Combat Evolved (1) এ তো ক্যাপটেন কেয়েস মারা গিয়েছিল ! তাহলে আবার এলো কি করে ?
জানালে উপকির্ত হব :)
আর আপনাকে অনেক +++++++++++++++++++++++++++++++++++++++++ ∞
আপনি আমার গেমস জোন এর রেগুলার ভিজিটর। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না! :o
উইকিপিডিয়া আর গুগল মামারে খোঁচা মারলেই ইংলিশ এ তথ্য গুলো বের হয়ে আসে। এরপর সেটাকে বাংলায় টাইপ করে নিজের কিছু ডায়ালগ এড করে পোষ্ট করি। এই ত। :D
Halo Combat Evolved এ Captain JACOB KEYES মারা যান। :(
Halo 2 & Halo 3 তে মৃত কি’স এর মেয়ে Captain Miranda Keyes কে একশনে দেখা যায়। 8)
দুজনেরই নাম Captain Keyes :roll: তাই আপনার খটকা লাগছে may be……!
হুম , কিছু মনে করবেন না , উনি তো সারা জীবন ই মহাকাশে থাকলেন, উনার মেয়ে … :P