Latest posts by অক্সি রেডন (see all)
VLC Player সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমার ব্যাবহার করা সেরা Media Player. কিন্তু যারা কালো Skin টি দেখতে দেখতে বিরক্ত, তাদের জন্য আনলাম 120 টি VLC Player Skin। প্রথমে <এই লিঙ্ক> এ ক্লিক করে জিপ ফাইল টি নামান ও Extract করুন। তারপর VLC Player এর Tools>Preferences এ ক্লিক করুন.
এর পর Interface Setting এর Use Custome Skin এ ক্লিক করে ছবিতে দেখানো জায়গায় Browse য়ে এ ক্লিক করে আপনার Extract করা Skin একটি দেখিয়ে দিন। এবার Save এ ক্লিক করুন।
এবার আপনার Player বন্ধ করে আবার চালু করুন। দেখুন জাদু!!! আগের অবস্থায় যেতে Tools>Preferences>Use Native Style এ ক্লিক করে Save করে বের হয়ে আসুন।
কেমন লাগ্ল জানাবেন Comment er maddhome।
<Latest VLC Player Download Link>
———-আমাদের ব্লগে আমন্ত্রণ রইল———-
সংগ্রহে রেখে দিলাম
ভালই কাজ দিয়েছে .ধন্যবাদ
আগেও সংগ্রহে ছিল
তবে আপনাকে ধন্নবাদ
হয়তো অনেকের সংগ্রহে নেই, এই ভেবে দিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।