ভাবলাম কিছু লিখার চেষ্টা করি, হয়তো কারো ভালো লাগবে। উইন্ডোজ এইট উইন্ডোজ এর বাজারে অনেক কমন একটা নাম এখন। আমি এই উইন্ডোজ এইট এর কিছু বিষয় নিয়ে ধারাবাহিক লিখার চেষ্টা করবো। তবে যদি ভালো ভিসিটর আর কমেন্ট পাই- নাহলে আমি আবার উৎসাহ পাইনা ।
আজ আমরা দেখবো কিভাবে উইন্ডোজ এইটের Charms Bar Text চেঞ্জ করা যায়।
এর জন্য প্রথমে আপনার একটা সফটওয়্যার লাগবে যা freeware এবং পাবেন এখানে ।
প্রথম ধাপ
প্রথমে একটা সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করতে হবে ; তারপর C:\Windows\System 32\en-US এখানে যান।
দ্বিতীয় ধাপ
তারপর twinui.dll.mui লোকেট করে ডেস্কটপে কপি করুন।
তৃতীয় ধাপ
এবার twinui.dll.mui এর উপর রাইট ক্লিক করে ওপেন উইথ এ গিয়ে স্ক্রল করে সিলেক্ট করুন Look for an app on this PC
চতুর্থ ধাপ
Resource hacker যেখানে ইন্সটল করেছিলেন সেখানে গিয়ে ResHacker.exe সিলেক্ট করুন।
পঞ্চম ধাপ
নিচের ছবির মত একটা ছবি দেখবেন
ষষ্ঠ ধাপ
String Table এক্সপ্যানড করে স্ক্রল করে নিচে যান এবং 444 বা 445 এর 1033 সিলেক্ট করেন।
সপ্তম ধাপ
এবার নিজের ইচ্ছামত টেক্সট এডিট করে Compile Script এ ক্লিক করেন ও ফাইল এ গিয়ে সেভ করে রাখেন।
অষ্টম ধাপ [কঠিনতম ধাপ]
এবার আপনি ডেস্কটপে দুইটা ফাইল দেখবেন twinui.dll.mui ও twinui.dll_original.mui নামে।
twinui.dll.mui টা আগের জায়গায় [প্রথম ধাপ যেখানে হয়েছিলো] কপি করবেন তবে “Take ownership” করে।
C:\Windows\System 32\en-US এখানে যা মাত্র কপি করলেন তার উপর রাইট ক্লিক করে Properties>>Security>>Advanced এ ক্লিক করেন।
Owner ট্যাবে Change এ ক্লিক করেন ।
ইউসারনেম দিয়ে ওকে করুন।
Permissions থেকে আপনার ইউসারনেম সিলেক্ট করে Add এ ক্লিক করুন।
Select a Principle সিলেক্ট করে আপনার ইউসারনেম সিলেক্ট করুন।
Full Control সিলেক্ট করে ওকে ক্লিক করুন দুইবার, এরপর properties এ ক্লিক করুন।
নবম ধাপ
Task Manager থেকে windows explorer রিস্টার্ট দেন।
হয়ে গেল modified Charm Bar!!!
পুরো প্রসেসটা অনেকটা রেজিস্ট্রি হ্যাকের মত!!
কেমন লাগলো?? জানাবেন আশা করি!
এপিসোড ১ অনেক ভাল হয়েছে
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য :)
very interesting
:)
দারুন হয়েছে , ধন্যবাদ :)
আপনার নামটাও দারুণ!! ধন্যবাদ ভাইয়া :)
অসাম পোষ্ট! আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন। এরকম আরো পোষ্ট চাই!!!
আশা করছি সময় পেলে খুব শীঘ্রই আসবো- নতুন তো, একটা পোস্ট করতে অনেক সময় লাগে :(
এতো সুন্দরভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ; এইট ইউস করলে কাজে লাগাবো :)
আপনাদের মত মানুষদের কমেন্ট পাবো- আশা করিনি :)
বিশেষ করে- অনির্বাচিত আপু, সাইবার ওয়ার্ল্ড, আপনি, টেইলর ভাইয়ের :)
চমৎকার হয়েছে। দারুণ :) :) :)
:) :) :)
পোস্ট দারুণ হইছে তবে আমার একটা জিনিস নকল করছেন :p
;) ব্যাপার না :)
হা হা!!! :D hope you don’t mind !!!
মনকাড়া সুন্দর পোস্ট, চমৎকার ভাই
ভালো লাগলো শুনে :)
ওয়াহ দারুণ
দারুণ নাকি?? :)
দারুন, অনেক ধন্যবাদ আপনাকে.
এতো ভোরে?? ঘুমান নি? ;) আপ্নাকেও ধন্যবাদ!
চমত্কার হইছে আপনার পোস্টটি
পড়ার জন্য ধন্যবাদ! :)
চালিয়ে যান । ধন্যবাদ ।
ধন্যবাদ! :)
চমৎকার হয়েছে। দারুণ লেগেছে। আশা করি চালিয়ে যাবেন পোষ্টগুলো। পরের পোষ্টটের অপেক্ষায় রইলাম :)
একটু দেরি হলেও আশা করি পোস্ট দিবো, এই পোস্টটা লিখতে অনেক সময় লেগেছে!! :)
ধন্যবাদ শেয়ার করার জন্য.
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। :)
আমি কন্সুমার প্রিভিও কিনার পর প্রায় একমাস ভালো ভাবে এ চালালাম
কিন্তু একমাস পরে আর ইন্টারনেট কানেক্ট হত না
ফরমেট দিয় আবার ইনস্টল করলাম ,তারপর ও একই প্রবলেম
আর কোনো সমাধান আছে কি ?
ওইন্ডজতা বড় বালা আছিল!
আবার ট্রাই করেন, হয়ে যাওয়ার কথা। :)
অনেকবার করছি
যেভাবে ডেভেলপার ছাড়তে হলো ঠিক সেইভাবে কন্সুমারও!!!!!!!!
jak akjon poya gelo !