সাব্বির
Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξεїзεїз
₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪ εїз
´*•.¸(*•.¸♥¸.•*´)¸.•*´εїзεїз
♥«´¨`•°..সাব্বির ..°•´¨`»♥ εїз
.¸.•*(¸.•*´♥`*•.¸)`*•.¸.εїз εїз
₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪
Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ Ξ
ø ø ø ø ø ø ø ø ø ø ø ø øø ø ø ø ø
Latest posts by সাব্বির (see all)
- সাহায্য প্রয়োজন (প্রোগ্রামার ভাইরা হেল্প করেন) - 17/06/2012
- উইন্ডোজ ৮ এর Watermark মুছে ফেলুন - 16/05/2012
অনেকদিন থেকেই টিউনারপেজ-এ আছি । মানে টিউনারপেজের নিয়মিত পাঠক হিসেবে আর কি । কিছু লিখবো লিখবো করে আর লিখা হয়নি । তাই আজকে সাহস করে লিখে ফেললাম ।যাইহোক , আসল কথায় আসি ।
আপনারা অনেকেই উইন্ডোজ ৮ এর “ডেভেলপার প্রিভিউ” ব্যবহার করেছেন বা করছেন (আমি নিজেও ব্যবহার করছি)। উইন্ডোজ ৮ ডেভেলপার প্রিভিউ এ দেখে থাকবেন যে “Taskbar” এর একটু উপরে ডান কোনায় একটা “Water mark” আছে । উইন্ডোজ ৮ কনজুমার প্রিভিউ যারা ব্যবহার করেন তারাও একটু কষ্ট করে দেখে নেন যে আপনারও একই অবস্থা (এখন এইডা Use করি) ।
সব দিক থেকে দেখলে এই দুইটা উইন্ডোজ ই অস্থির রকমের সুন্দর । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই Watermark এর যন্ত্রনা থেকে মুক্তি পাবেন ।
=> প্রথমে এইডা ডাউনলোড মারেন (মাত্র ৫৫৪ কেবি)
শুরু করার আগে আমারটা দেইখা নেন
ইন্সস্টল করার ঝামেলা নাই । এইবার Right Click কইরা Run As Administrator এ ক্লিক মারেন ।অর্ধেক কাম শ্যাষ ।এহন শুধু নিচের ইমেজ গুলান দেহেন আর হেই মতন কাম করেন
ইমেজ ১
ইমেজ ২
ইমেজ ৩
ইমেজ ৪
ইমেজ ৫
ইমেজ ৬
কাম শ্যাষ । এইবার পিসি খান রিস্টার্ট মারেন । তারপর আইয়া বাকিটুকু পরেন ।
মারছেন……???
কি কইলেন ?? এহনো Watermark আছেই…!!??
ডরাইয়েন না । মাথাডা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা কইরা সুন্দর দেইখা একটা Wallpaper দেন ।এখন একটু দেখেন তো আছে কি না। নাই…??? কনগ্রেচুলেশন…আপনে ভালা ভাবেই সবকিছু কইরা ফেলাইছেন……এখন আপনি চাইলে আবার আগের থিম দিতে পারেন।
পরথম টিউন হিসেবে কিবাহা অইছে এল্লা কমেন্ট করি কইনছেন । ভুল টুল কইরলে কইয়া দিয়েন ।
লেখাটি প্রথম এখানে প্রকাশিত
এভাবে লিখা চালিয়ে যান অনেক ভালো হয়েছে। ধন্যবাদ ভাই।
win 8 চালাতেই পারলাম না :(
মুছলে তো ভালই
কঠিন লাগলো
সুন্দর পোস্ট
ভালো লেখস :D
কি আর বলব , Idea টা জানটাম , তবে রেখাটা পড়ে মজা পেলাম
দারুণ হইছে, তবে শুদ্ধ ভাষায় টিউন করলে আরও ভালো লাগতো [আমার মত] :)
উপদেশের জন্য ধন্যবাদ