রওশন জামাল মিলন
Latest posts by রওশন জামাল মিলন (see all)
- কম্পিউটার Defragment করার চমৎকার একটি সফটওয়্যার Obit SmartDefrag - 17/01/2013
- Microworkers এ sign up সমস্যার সমধান - 13/05/2012
- Help for ubuntu 11.10 - 29/02/2012
বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম। আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি অনেক পুরাতন জিনিস নিয়ে কথা বলবো। অনেকে জানতে চেয়েছে, তাই একটা টিউন করে ফেললাম। বিসয়টা হল Microworkers এ sign up সমস্যা।
টিউন অনেক বড় হয়ে যাবে তাই Microworkers নিয়ে আর আলোচনা করলাম না। শুধু যারা জানেন না তাদের জন্য বলছি-
Microworkers হল এমন একটি site, যেখানে খুব ছোট ছোট কাজের মাধ্যমে আয় করা যাই।
Microworkers এ sign up করতে কোন পয়সা লাগে না, কিন্তু বেশীর ভাগ লোক যে সমস্যাটায় পরে সেতা হল- ip address এর সমস্যা। কারন একটা ip address থেকে মাত্র ১টা id খোলা যায়। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে Internat এ ip address লুকিয়ে রেখে Microworkers এ sign up করা যায়।
প্রথমে ইন্টারনেট ব্রাউজার খুলে address দিন http://hidemyass.com/.
খেয়াল করুন web proxy বক্সটিতে google.com লেখা আছে, সেখানে microworkers.com লিখুন
এরপর দেখুন নিচের মত পেজ এসেছে। এখুন register for free তে ক্লিক করুন।
লক্ষ্য করুন Microworkers আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড এবং দেশ জানতে চাচ্ছে। যেহেতু hidemyass.com আপনার ip address কে লুকিয়ে রেখেছে তাই Microworkers আপনার অবস্থান সম্পর্কে অবগত নয়। আপনি যেকোনো দেশ পছন্দ করতে পারেন তবে যেহেতু আপনি বাংলাদেশে বাস করেন তাই বাংলাদেশ না দিলে টাকা পাবার সময় অনেক ঝামেলা হবে। তাই বাংলাদেশ দিতে হবে।
এরপর দেখুন আপনি নিচের মত একটি successful ম্যাসেজ পাবেন,যেখানে বলা হবে আপনার ইমেইল id তে গিয়ে account active করার জন্য।
আপনার কাজ শেষ। এখন ইমেইল এ গিয়ে দেখবেন Microworkers থেকে একটা মেইল এসেছে যেখানে একটা লিঙ্ক দেয়া আছে account active করার জন্য। সেটাটে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে-
এখুন বুঝতেই পাছেন যে আপনার account তৈরি হয়ে গেছে এবং sign up শেষ। আশা করি কোনও সমস্যা হবে না।
আমার একটা ভিডিও ছিল এটার ওপর, কিন্তু কিছু সমস্যার কারনে দিতে পারলাম না। যদি দরকার হয় বলবেন আমি দেয়ার চেষ্টা করব।
যদি হয় তবে জানাবেন,আর যদি না হয় তবে মতামত দিয়ে যাবেন আশা করি। সবাইকে ধন্যবাদ।
খোদা হাফেয।
সুন্দর উপায় জানাইছেন
@Rajibbillah – আসলে ফোরাম পোস্টিং এর কাজটা একটু কঠিন। Enter required proof of job finished এই বক্স টীতে ওপরের Required proof that task was finished? এর পর যা লেখা থাকে সে অনুযায়ী লিখতে হয়। অনেক সময় পুর ফোরাম পোস্টিং এর লিঙ্ক টা দিতে হয় অথবা অনেক সময় confarmation _coad দিতে হয়। সব কিছু নির্ভর করে Required proof that task was finished? এর ওপর।
ভাই কাজগুলো কিভাবে করবো একটু বিস্তারিত বলবেন? অনেক কিছুই বুঝি না। যেমনঃ
Forum: Post + Link to #Dslj11j
এই ধরনের কাজগুলো কিভাবে করবো? এটা নিয়ে একটা পোস্ট দিলে ভাল হয় ভাই…
ভাই কাজ কি ভাবে কাজ করতে হবে একটু জানাবেন please please ?
ভাই আরাকটা কথা, জব নামে এর নিছে জেসব জব আছে সেটাতো কাজ ।
তো ফোরাম পোস্ট এ ক্লিক করে Forums Post 1x + Link এটার নিছে যে লেখা আছে সেটা কি কপি করে I
accept this job (a form will open below) এ paste করতে হবে Enter required proof of job finished মানে এটার নিছে যে ফাকা বক্স আছে শেটাতে কি copy paste করতে হবে ? ভাই কিছ মনে করবেন please. আমি জানিনাতো এজন্য বললাম । একটু হেল্প করেন please
অনেক ধন্যবাদ
ভাই আপনাকে অনেক ধন্যবাদ।