এ পর্বে কার্যকর বিড করার কৌশল নিয়ে আলোচনা করব। পূর্বের পর্বে আলোচনা করেছিলাম, একটি সুন্দর প্রোফাইল আপনার বিড জেতার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। বিড করার পূর্বে কনফার্ম হয়ে নিন, আপনি কাজটি বুঝতে পারছেন কিনা। অতঃপর লক্ষ্য করুন, যে প্রজেক্টে বিড করছেন, তার বায়ার কোন দেশের। যদি ইউরোপ/আমেরিকার হয়, তবে চোখ বন্ধ করে বিড করুন। কারন, এসব দেশের বায়ার অত্যন্ত নমনীয় মনোভাবের হয়। যারা নুতন ফ্রিল্যান্সার তারা নতুন বায়ারদের প্রজেক্টে বিড করলে দ্রুত সফলতা পাবেন।
নিচে ফ্রিল্যান্সিং সাইটের ২টি বিডিং মেসেজের স্ক্রীণশট প্রদর্শিত হল।
এছারা, বিড মেসেজে আপনি যে ক্লায়েন্টের রিকয়ারমেন্ট বুঝতে সক্ষম হয়েছেন, তা প্রকাশ করুন। যেমনঃ ফ্রিল্যান্সিং এর একটি কাজে বায়ারের রিকয়ারমেন্ট সাইটে লিংক বিল্ডিং। আপনি বিড মেসেজটি এভাবে লিখতে পারেন-
Would you like create backlink in pr-2 to pr-5 site for your site?
অথবা এভাবে দিতে পারেন।
High pr backlink+cheap cost+timeframe+ satisfaction.
বিড করার পরে প্রাইভেট মেসেজে আপনি নির্দ্দিষ্টভাবে কোন গোপন মেসেজ দিতে পারেন, যা অন্যান্য ফ্রিল্যান্সাররা দেখতে পায় না এবং কাজের কোন Sample এটাচ করতে পারেন। এক্ষেত্রে অনেক ফ্রিল্যান্সার কাজের রেট কমিয়ে মেসেজ দিয়ে থাকে। এক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিবেন। কাজটি যদি প্রফেশনাল ও বায়ারের বিশেষ রিকয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে রেট না কমিয়ে কাজের Sample বা পারফর্মেন্স দেখিয়ে বিড জেতার চেষ্টা করুন। অন্যদিকে যদি সহজ কাজ হয়, যেখানে আপনি বুঝতেই পারছেন-বায়ার মূলতঃ কম বাজেটে কাজটি করাতে চাচ্ছে, সেক্ষেত্রে বিডের এমাউন্ট কমিয়ে দিন।
PMB (Private Message) তে লেখার ২টি নমুনা প্রদত্ত হল।
যেমনঃ I’m ready to work with your asking budget.
অথবা Please tell me your actual budget, i’m ready to work with cheap rate.
ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আর্টিকেল পর্ব ১
homm nice
সফলতা পাওয়ার সুন্দর রাস্তা