Latest posts by ছন্ন ছাড়া অমানুষ (see all)
আসসালামু আলাইকুম ও নমস্কার সবাইকে। টিউনার পেজ এ আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালই আছেন।। :D
আপনার পুরনো ড্রাইভার গুলো মাঝে মধ্যে ঝামেলা করে থাকে যার জন্য আপনাকে বেশ বিপদে পড়তে হয়। :( মাঝে মধ্যে ড্রাইভার ক্রাস ও করে। Driver Genius Professional 11 দিয়ে আপনি কোন ঝামেলা বাদেই আপনার
ড্রাইভার গুলো ইন্সটল ও আপডেট করতে পারবেন। :D
আশা করি অনেকে Driver Genius Professional এর আগের ভার্সন গুলো ইউজ করেছেন। আর যারা করেননি, তাদের জন্য একটু বিস্তারিত দিচ্ছি।
Driver Genius Professional 11 মূলত একটি ড্রাইভার ম্যানেজমেন্ট টুল, যেটি দিয়ে আপনি ড্রাইভার ইন্সটল , আপডেট বা ব্যাকআপ করে রাখতে পারবেন।
Driver Genius এর ফিচার সমূহওঃ
১. সিডি ছাড়াই যেকোনো ড্রাইভার ইন্সটল করতে পারবেন। পিসি সেট আপ দেয়ার পরে শুধু সফটওয়্যারটি তে ক্লিক করে আপনার ড্রাইভার গুলো ঝামেলা ছাড়াই ইন্সটল করতে পারবেন।
২. ড্রাইভারগুলোর ব্যাক আপ রাখতে পারবেন।
৩. Driver Genius Pro 11 এর ডাটাবেসে ৬০০০০ টিরও বেশি মাদারবোর্ড, সাউন্ড কার্ড, LAN কার্ড (নেটওয়ার্ক কার্ড), ভিডিও কার্ড, মডেম, মাউস, কীবোর্ড, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদির ইনফো রয়েছে। যার
মাধ্যমে আরও দ্রুত যেকোনো ড্রাইভার ইন্সটল করা যায়। :D
৪. আপনার ড্রাইভার গুলো আপডেট করতে পারবেন।
৫. Driver Genius Pro 11 দিয়ে আপনার পুরনো ড্রাইভার গুলো Uninstall করতে পারবেন।
Driver Genius Pro 11 তে নতুন ফিচার গুলোঃ
১. সব নতুন ড্রাইভার গুলো ডাউনলোড করতে পারবেন। সাথে ড্রাইভার অটো আপডেটের অপশন।
২. ড্রাইভার এর ফিচার গুলো স্ক্যানের সময় প্রিভিউ ট্যাব সো করবে।
৩. ড্রাইভার ম্যানেজার দিয়ে আপনি ড্রাইভার গুলোর সকল ইনফো জানতে পারবেন। যেমনঃ ব্যাটারির চার্জ , বা অন্য কোন সেন্সর ড্রাইভ এর কন্ডিশন।
৪. হার্ডওয়্যার এর পারফর্মেন্স ৩০% পর্যন্ত দ্রুত করতে পারে।
৫. সফটওয়্যার গুলো লোডিং টাইম ৫০% পর্যন্ত দ্রুত করতে পারে।
এখন ভেবে দেখুন, ডাউনলোড করলে লাভ হবে না ক্ষতি হবে আপনার?? Driver Genius Professional 11 এর ফুল ভার্সন নিয়ে নিন এখনই। :D
ডাউনলোড লিংকঃ
ক্রাক ডাউনলোড লিংকঃ

আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সময় নিয়ে টিপসটি পড়বার জন্য। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। :)
ভাল থাকুন আর ভাল রাখুন আপনার কাছের মানুষটিকে।। :D
এটা অত্যন্ত কাজের একটা সফট
vai darun likcen
একদম চমকাইয়া দিছেন
আমি সব driver সফট হার্ড ডিস্ক কে জমা রাখসি
;)
ভাই লিঙ্ক এ কাজ করছে না?
ভাই সব গুলো লিংকই ঠিক মত কাজ করতেছে। :p প্রব্লেম হলে রিলোড দিন।। লিংক ঠিক মতই আসবে। :)
sonalisiri ভাই, রাশিদুল ভাই বলার পরে নতুন লিংক অ্যাড করে দেয়া হয়েছে। আমি ক্রাক ফাইলটি সহ ইউজ করতেছি। এখন কলেজ যাচ্ছি। এসে পোস্ট এর সাথে আরও কিছু স্ক্রিনশট অ্যাড করে দিবো। :) নতুন লিংক ও ক্রাক ফাইলটি ট্রাই করুন।
ভাই কাজ করেনা , আমার ইন্টেল core ই৫. রাশিদুল ইসলাম ভাই এর সাথে একমত, eki রকম অবস্থা
pls সাজাজ্জো করেন
sonalisiri ভাই, রাশিদুল ভাই বলার পরে নতুন লিংক অ্যাড করে দেয়া হয়েছে। আমি ক্রাক ফাইলটি সহ ইউজ করতেছি। এখন কলেজ যাচ্ছি। এসে পোস্ট এর সাথে আরও কিছু স্ক্রিনশট অ্যাড করে দিবো। :) নতুন লিংক ও ক্রাক ফাইলটি ট্রাই করুন।।
চমৎকার ফাটাফাটি টিউন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই :)
ধন্যবাদ পথিক ভাই।। :দ
শেয়ার করার জন্য ধন্যবাদ। কিন্তু আমার ল্যাপটপে কাজ করছে না ভাই। আমার আসুস কে৪২এফ মডেল এর ল্যাপটপ। মাদারবোর্ড ইন্টেল ৫৫এইচ এম সিরিজ। ড্রাইভার স্ক্যান করার পর ফিক্স নাঊ ক্লিক করলে বার বার রেজিস্ট্রেশন করতে বলছে। সিরিয়াল নাম্বার দিয়ে রেজিস্টার ক্লিক করলে প্রোগ্রাম রিস্টার্ট হয়ে আবার একই পেজ আসে। সমাধান দিলে ভাল হয়।
Mridha Rashidul Islam ভাই লিংক আপডেট করা হয়েছে। সাথে ক্রাক ফাইলটিও ।। আশা করি এবার আর ঝামেলা করবেনা। :)
এখন ঠিক আছে ভাই। সফটওয়্যার কাজ করছে। কিন্তু বেশির ভাগ আপডেট ই ডাঊনলড করতে পারে না। লিংক আপডেট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সেয়ার করার জন্য
আপনাকেও ধন্যবাদ আজব ভাই।। :দ