আরিফ কামাল
ভালবাসি বাংলাদেশ এবং টিউনারপেজ সহ সকল প্রযুক্তি ব্লগ। মাঝে মাঝে লিখি সংগ্রহ করা খবর গুলো সবার কাছে পৌঁছে দেই আমি। নয়া দিল্লীতে থেকে ১০ বছর পরে পড়াশুনা শেষে এবার দেশের ছেলে দেশে ফিরেছি।
Latest posts by আরিফ কামাল (see all)
কেমন আছে ভাইসব? আসা করি সকলে ভাল আছেন আজকে একটি অনেকের অজানা জিনিস নিয়ে এলাম সেতা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকের সমস্ত কাজের কিছু অংশ করে নিতে পারবেন। সব থেকে মজার বিষয় হচ্ছে যে কোন বন্ধু মোবাইল নাম্বার অ বের করে ফেলতে পারবেন শুধু মাত্র একটি এসএমএস দিয়েই। নিচে সমস্ত বিস্তারিত দেখুন তবে মনে রাখুন এটি শুধু মাত্র রবি গ্রাহকদের জন্য।
তার সম্মানিত গ্রাহকদের জন্যে নিয়ে এলো
acebook
গ্রাহক হতে reg লিখে ৩২৬৬৫ নম্বরে এসএমএস করুন
F b o o k
কী ওয়ার্ড | বিবরণ |
Reg লিখে ৩২৬৬৫ নম্বরে পাঠান | ফেসবুকে রেজিস্ট্রেশন করতে |
Stop লিখে ৩২৬৬৫ নম্বরে পাঠান | ফেসবুকে রেজিস্ট্রেশন বন্ধ করতে |
Add লিখে স্পেস দিয়ে ইউজারনেম লিখুন ও ৩২৬৬৫ নম্বরে পাঠান | বন্ধুকে অনুরোধ পাঠাতে |
SUB লিখে স্পেস দিয়ে ইউজারনেম লিখুন ও ৩২৬৬৫ নম্বরে পাঠান | আপনার বন্ধু সম্পর্কে আপডেট জানতে |
Wall লিখে স্পেস দিয়ে ও ইউজারনেম লিখে স্পেস দিয়ে ৩২৬৬৫ নম্বরে পাঠান | কারো কাছে একটা ওয়াল পোস্ট পাঠাতে |
Poke লিখে স্পেস দিয়ে ইউজারনেম লিখুন ও ৩২৬৬৫ নম্বরে পাঠান | কাউকে পোক করতে (মনোযোগ আকর্ষণ করতে) |
Cell লিখে স্পেস দিয়ে ইউজারনেম লিখুন ও ৩২৬৬৫ নম্বরে পাঠান | ফেসবুক ব্যবহারকারীর সেলফোন নম্বর জানতে |
Srch লিখে স্পেস দিয়ে ইউজারনেম লিখুন ও ৩২৬৬৫ নম্বরে পাঠান | কোন বন্ধুকে খুঁজতে |
দ্রষ্টব্য:
- ভ্যাট প্রযোজ্য
- এমও এসএমএস (আউটগোয়িং এসএমএস) এর জন্যে গ্রাহককে চার্জ দিতে হবে; এমটি এসএমএস (ইনকামিং এসএমএস) এর জন্যে চার্জ লাগবে না।
- ৭ দিনের জন্যে গ্রাহক চার্জ= ২ টাকা + ভ্যাট। এক সপ্তাহ পরে গ্রাহক অবহিতকরণ ম্যাসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে তার (রেজিস্ট্রেশন) নবায়ন হয়ে যাবে।
THANX A LOT
welcome
সাবাশ আরিফকামাল ভাই সুন্দর টিউন
ভাল তবে সবার জন্য নয়?
কি কন?
ভালো টিপস
ধন্য জনাব
গ্রামীণ ফোনের কিছু নেই?