Latest posts by দিপ্ত (see all)
- ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব ৩ - 16/05/2012
- ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব ২ - 07/05/2012
- ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব-১ - 02/05/2012
কেমন আছেন আপনারা? আশাকরি আল্লাহর রহমতে ভালই আছেন। :D :D
তাহলে চলেন আজকে আমাদের ফটোশপ এর ২য় পর্বে ঘুরে আসি
কেউ প্রথম পর্ব মিস করলে এখানে যান :)
আজকে আমারা ফটোশপ এর টুলবক্স সম্পর্কে শিখবো
ফটোশপ টুলবক্স
ফটোশপের টুল বক্স সম্পর্কে ভালভাবে না জেনে কাজ শিখতে বা করতে যাওয়া আর অস্ত্র চালাতে না জেনে যুদ্ধে নামা প্রায় একই কথা! এতোটা বোকা নিশ্চয়ই আমরা নই ? চলুন তবে জেনে নেয়া যাক ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে…
ফটোশপের টুল বক্সটি রয়েছে টুল বার বা টুল প্যানেলে, আর টুল বারটি রয়েছে স্ক্রীন-র বাম পাশে। টুলবক্সে টুল রয়েছে ২২ টি আর সেইসাথে রয়েছে ‘ফোরগ্রাউন্ড কালার’ ও ‘ব্যাকগ্রাউন্ড কালার।
আমরা এতক্ষণ বিভিন্ন টুলস এর নাম জানলাম । এখন চলেন বিস্তারিত জানি :D
ফটোশপে কাজ করার সময় একবারে শুধু একটিমাত্র টুল সিলেক্ট করা যায়। টুল নির্বাচন করতে টুল বারে প্রয়োজনীয় টুলটির উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করতে হবে। কীবোর্ডে কী চেপেও টুল সিলেক্ট করা যায়। টুল বারের বিভিন্ন টুলের জন্য কীবোর্ডে কী নির্দিষ্ট করা আছে। টুল বারে টুলের উপর মাউস পয়েন্টারটি কয়েক সেকেন্ড ধরে রাখলেই নামের পাশে ব্র্যাকেটে টুলটির শর্টকাট কীবোর্ড কী দেখা যাবে।
এখন চলুন,ফটোশপের এই ২২ টি টুল সম্পর্কে সংক্ষেপে এবং সহজভাবে একটি প্রাথমিক ধারণা নিয়ে নেয়া যাক। টুলের নামের পাশে ব্র্যাকেটে টুলটির শর্টকাট কীবোর্ড কী দিয়ে দেয়া হল আপনাদের সুবিধার্থে। :)
তাহলে আমরা ফটোশপ এর টুল সম্পর্কে মোটামোটি ধারণা পেলাম :D :D এরপরেরবার আমরা একটি একটি টুল এর বিস্তারিত জানবো :) আশাকরি সবাই ভালো থাকবেন আর কমেন্ট করবেন।
আর ফটোশপ সম্পর্কে শিখতে আপনারা এই গ্রুপে এ যোগ দিতে পারেন Photoshop Basic Tutorial
fatafati boss
হমমমমমমম এক্সপার্ট টিউন
অনেক সহজ আন্দ সুন্দর
আপনাকেও ধইন্না :P
ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব । এত সহজবোধ্য টিউটোরিয়াল আমি এর আগে কখনো দেখিনি ।
আমি চেষ্টা করছি যে আরও সহজবোধ্য লেখার। যাতে ফটোশপ নিয়ে আর কারো কোন সমস্যা না হয় :)
লিখা চমৎকার হচ্ছে আপনার। এভাবেই চালিয়ে যাবেন আসা করছি। নতুনদের উৎসাহ দেবার জন্য আপনাদের মত ভাল কিছু লেখক দরকার। ধন্যবাদ আবারো।
ধন্যবাদ রিকন ভাই :)
চমৎকার ফাটাফাটি ধারাবাহিক টিউন। চালিয়ে জাও :)
ধন্যবাদ চিন্তিত পথিক ভাই :)
অসাধারন টিউন :D
নতুনদের অনেক কাজে লাগবে। পুরাতনদের ঝালাই হবে। :P
থাঙ্কু :P
তুই ঝালাই কর :P
আমি নতুন :@
:O আপনি নতুন হইলে আমি কি :P
এক্সপারর্ট। :D