Latest posts by কাজী আল-ইমরান (see all)
- হ্যাকিং থেকে রক্ষা পেতে আসিতেছে সিকিউর ডোমেইন - 15/05/2012
- ধন্যবাদ টিউনার পেজ…।। - 14/05/2012
- মনিটরেই পুরো কম্পিউটার - 07/05/2012
আসসালামুওলাইকুম। ক্যামন সবাই। আসা করি ভাল। কয়েক দিন পরে আবার একটা tune লিখলাম ।
পণ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করছে প্রযুক্তিপণ্যের নির্মাতা প্রতিষ্ঠান ডেল। সম্প্রতি মাশরুম থেকে তৈরি প্যাকেটে বা মোড়কে তাদের প্রযুক্তিপণ্য বিক্রি করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ডেলের পাওয়ারএজ আর৭১০ মডেলের সার্ভারের মোড়ক বা প্যাকেটগুলো মাশরুম থেকে তৈরি করার পরিকল্পনা করেছে তারা। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, মাশরুম থেকে প্যাকেট তৈরির জন্য নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ইকোভেটিভকে দায়িত্ব দিয়েছে ডেল। ইকোভেটিভের প্রতিষ্ঠাতা ইবেন বেয়ার ও গেভিন ম্যাকইনটায়ার। বেয়ার জানিয়েছেন, প্রচলিত স্টেরিওফোমে তৈরি প্যাকেট পরিবেশবান্ধব নয়। তাই পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য তৈরিতে তঁারা উদ্যোগ নিয়েছেন। এ প্রসঙ্গে ডেল জানিয়েছে, মাশরুম থেকে তৈরি এই প্যাকেট কম্পোস্ট সার হিসেবেও ব্যবহার করা যাবে। অন্যান্য প্যাকেজিং পণ্যের সঙ্গে তুলনা করলে মাশরুমের তৈরি প্যাকেটের খরচও কম। আল্লাহ হাফিয।
হুম টিকই বলেছেন|
ছবি দিয়ে বিস্তারিত লেখলে ভাল হত
ছবি দিলে ভালো হত
এত ছোট ?
Be green ……………….
ঠিক