*****বিসমিল্লাহির রাহমানির রাহিম*****
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন পর টিউন করতে বসলাম। আজকে আর একটি হ্যাকিং টিউন করব। ফেসবুক-এ আমাকে একজন বলছে broadband হ্যাকিং নিয়ে একটি টিউন করতে। ব্রডব্যান্ড হ্যাকিং খুবই সহজ। আমি ভাবছিলাম যে এইটা সবাই জানে তাই, ব্রডব্যান্ড হ্যাকিং নিয়ে টিউন করি নাই। যারা ব্রডব্যান্ড হ্যাকিং জানেন না তাদের জন্য আমার এই হ্যাকিং টিউন। আপনাদের জন্য ব্রডব্যান্ড হ্যাকিং-এর উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে রাখছি, ভিডিওটা পরে আপনাদের দেওয়া হবে। এখন চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক।
এতো দিন পর আপনাদের সাথে আমার বানানো প্রথম ভিডিও টিউটোরিয়াল শেয়ার করলাম।। ভিডিও তে ভুল হলে ক্ষমা করবেন। প্রথম বানানো ভিডিও ভুল হতেই পারে। আর আপনারা সবাই ভিডিও দেখার আগে টিউন টি ভালো ভাবে পড়ুন। যখন ভিডিওটা বানাই তখন ৯০mb হয়ে যায়। পরে অনেক কষ্টে ১২mb করি আপনাদের সুবিধার্তে।
Live Watch On Youtube
Mediafire download link
বিঃদ্রঃ- এই টিউনটা শুধু শিখার জন্য। দয়া করে অপব্যাবহার করবেন না।
এখন শুরু করা যাক।
প্রথম এই টুলসটি ডাউনলোড করে নিন।
টুলসটি ইন্সটল করার পর ওপেন করলে নিচের ছবির মত দেখাবে।

এখন টুলসটির উপরের বাম দিকে দেখেন “IP & C” আছে। ওখান থেকে IP তে ক্লিক করেন। তারপর “Scan”-এ ক্লিক করেন।

স্ক্যান করার পর দেখবেন অনেক গুলো রেজাল্ট আসছে। এখন বুজা কষ্ট কোন IPটার স্পীড বেশি। তবে যেসব IP-র FTP সার্ভার আছে ওগুলোর স্পীড বেশি হয়।দেখেন কিছু কিছু আইপি-র বাম পাশে দেখেন arrow চিহ্ন আছে(প্রয়োজনে নিচের ছবিটি দেখেন)। ওখানে ক্লিক করেন। যদি Ftp লেখা দেখেন তাহলে বুজবেন ওই আইপিটাই দিয়ে এফটিপি সার্ভার হ্যাক করা যাবে। ftp-র ip ছাড়াও আপনারা বাকি সব গুলো ip check করতে পারেন কোন IPটার স্পীড বেশি।।(আপনারা dead মোড এর ip গুলো ইয়ুস করতে পারেন। প্রথম স্ক্যান করার পর dead মোড এর ip গুলো আসবে না। প্রথম স্ক্যান করার ৫,৬ ঘণ্টা পর আবার স্ক্যান করলে dead মোড এর ip গুলো পাবেন। dead মোড-এর ip গুলারও স্পীড মটামোটি ভালো)
এখন যেকোনো একটা IP টার্গেট করুন এবং তার উপর right click করেন। তারপর copy থেকে Mac Address কপি করেন।

এখন আপনি আপনার পিসি-র Local Area Connection-এ যান। কিভাবে জবেন?
Windows 7: Control Panel\All Control Panel Items\Network and Sharing Center>>Change Adapter Settings
Windows XP/Vista: আমি সঠিক লোকেশনটা জানি না। যারা জানেন দয়াকরে কমেন্ট করে বলেন।

তারপর Local Area Connection-এর Properties-এ যান। তাহলে নিচের ছবির মত আসবে। এখন Internet Protocol Version 4(TCP/IPv4) সিলেক্ট করেন। তারপর Configure-এ ক্লিক করেন। ( প্রয়োজনে নিচের ছবিটি দেখুন)

configure-এ যাওয়ার পরে Advance-এ যান। 2.তারপর network address সিলেক্ট করেন। 3.Value-তে Mac Addressটি পেস্ট(past) করেন। যদি ম্যাক অ্যাড্রেস গুলোতে (:) থাকে তাহলে ওগুলো কেটে শুধু অক্ষর গুলো লেখেন। অর্থাৎ যদি এরকম 54:E6:FC:85:AD:96 থাকে তাহলে এরকম 54E6FC85AD96 লেখবেন .তারপর ok করুন। (নিচের ছবি দেখুন)
এখন যে কাজটা করতে হবে তা খুব দ্রুত করতে হবে। এখন আবার লোকাল এরিয়া নেটওয়ার্ক-এর properties-এ যান। তারপর Internet Protocol Version 4(TCP/IPv4)সিলেক্ট করে properties-এ ক্লিক করেন।(নিচের ছবি দেখুন)
*******^^******properties-এ যাওয়ার পর সব গুলো ইনফর্মেশন সেভ করেন অথবা খাতায় লিখে রাখুন।
এখন যে IP-র mac address সেট করেছেন ওই IPটি লেখেন IP-র ঘরে। তারপর ok করেন।[ধরেন আপনি এই ip 192.168.11.126 টির ম্যাক অ্যাড্রেস set করেছেন। তাহলে আপনাকে ip-র ঘরে লিখতে হবে 192.168x.11.126]
এখন কোন কিছু ডাউনলোড করে দেখেন…
কি ডাউনলোড করবেন???খুজে পাচ্ছেন না?
ডাউনলোড করুন Tj Mir-এর একটি প্রিয় গান।
অনেক দিন পর আবার টিউন টি এডিট করতে বসলাম। কেন জানি টিউন করতে ভালো লাগে না। আর টিউন করলে কেউ কমেন্ট করতে চায় না। তাই মন খারাপ হয়ে যায়।
মনে হয় টিউন টি পরে ডাউনলোড করা স্টার্ট করে দিয়েছেন। এইবার ডাউনলোড করা বন্ধ করুন। এতক্ষণে অনেক কিছু করে ফেলেছেন। আপনি হ্যাক করে স্পীড বাড়িয়ে ডাউনলোড করতেছেন এইটা কিন্তু ঠিক না। কারন আতে নেট কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। ধরেন আপনি ৩০ মিনিট-এ ১GB ডাটা ডাউনলোড করেছেন।আর ১GB-র জন্য কোম্পানির ৪০০-৫০০টাকা ক্ষতি হবে। So, please আর ডাউনলোড কইরেন না। আমি চাই না আমার জন্য কোন নেট কোম্পানির ক্ষতি হোক।
এখন আপনার আগের যে IP ছিল ওই অবস্থায় ফিরিয়ে নিয়ে যান……কি ভাবে?
local area connection-এর properties-এ যান।

Internet Protocol Version 4(TCP/IPv4) সিলেক্ট করেন। তারপর Configure-এ ক্লিক করেন। ( প্রয়োজনে নিচের ছবিটি দেখুন)

configure-এ যাওয়ার পরে Advance-এ যান। 2.তারপর network address সিলেক্ট করেন। তারপর Not Present-এ ক্লিক করেন। then ok করুন।

এখন আবার local area connection-এর properties-এ যান। তারপর Internet Protocol Version 4(TCP/IPv4)সিলেক্ট করে
properties-এ ক্লিক করেন।
তারপর আপনার যে IP টি ছিল ওইটা লিখে ok করুন। *******^^******অর্থাৎ যেটা খাতায় লিখে রাখতে বলছিলাম ওই লেখা গুলো ঠিক মত লিখে okকরুন

Loading……….
Loading………..
Loading…………
Loading…………..
Loading……………
Loading……………..
Loading……………….
Loading…………………
electrycity চলে গেল। তারপর আবার আসলো । এখন আবার টিউন লিখতে বসলাম।
Loading………
Loading……….
Loading………..
ইন্টারনেট কানেকশন চলে গেল।
Loading….
Loading……
তারপর আবার নেট আসলো। এখন আবার টিউন লিখা শুরু করলাম। শেষ পর্যন্ত Tj Mir নিজেই loading হওয়া শুরু করল।
কি আর বলবো বিদ্যুতের অবস্থা অনেক খারাপ।
যাই হোক এখন আপনি হয়ে গেলেন ব্রডব্যান্ড কানেকশন হ্যাকার। ইন্টারনেটের লোকরা মাঝে মাঝে বাসায় গিয়ে তাদের লাইন check করতে যায়। আর ওঁরা তাদের অফিস থেকেও ping দিয়ে check করতে পারে। তাই সাবধান। নিজ দায়িত্তে হ্যাকিং করবেন। কারো ক্ষতি হলে আমি “টিজে মীর” দায়ী থাকব না। তবে ধরা খাওয়া থেকে বাঁচার অনেক উপায় আছে। ওগুলো লিখতে গেলে আমার অনেক time লাগবে। আমানেই এই টিউনটা লিখতে ১০ দিন লাগছে। ছোট একটা টিপস দেই, আপনার পিসি-র নাম change করে User-PC দিতে পারেন। তাহলে ইন্টারনেটের লোকরা সহজে বুজবে না। আর আমি যতোটুকো জানি ওরা নেট লাইন check করে না। তারপরও safety থাকা ভালো। পরে আর একটা টিউন করবো কিভাবে safety থাকতে হয়।
Tj Mir~ Broadband Connection Hacking Tutorial.mp4
ভালো থাকবেন সবাই।*****আমাকে ২০১২ এর সেরা টিজে নির্বাচন করার জন্য please টিউন টি like & share করেন****
প্রায় ২ সাপ্তাহ লাগিয়ে টিউন টি সম্পূর্ণ করলাম।তাই please please কমেন্ট করে জানান টিউন কেমন হইছে।
ℍÅℂℜίℕǤ ₮ύᾕέ ẞỳ ₮ĵ ḾἴŔ
ওহ হা আমি xp use kori
bro I need help. apni likhechen pc name changed korte. pc name change bolte ……. ((My Computer >> Right Click >> Properties >> Computer Name >> “To rename this computer or join a domain, click change” ekane name change korchi)) ey vabe ki change korte hobe? and evabe name change korle net company er kache dhora na kawa theke biroto takbo toh ???? plz bro reply din…
আমররা যারা user name
ভাই :/ আমার তো aamarnet এর line user name . pass লাগে তো আমি কি ভাবে এই তা use করব . একটু বলবেন
অসাধারণ এবং চমত্কার একটি পোস্ট অনেক ধন্যবাদ (দুক্ষিত আমি আর ভালো কোনো বিশেষণ জানিনা তবে নিশ্চিত বলতে পারি জানলে তাও ব্যবহার করতাম !!)
boss…..ei hacking er karone problem e asi…… amar net e pray e problem hoy hacker der jonno………..do u have any solution ????????
ভাই অনেক অনেক ধন্যবাদ। :D
Vai Ami New help me amar to Internet Protocol Version 4(TCP/IPv4) option tai nai Only Internet Protocol (TCP/IP) option ta to amar ta ki hobe
আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
সোজা প্রিয়তে …… দেখি চেষ্টা করে পারি কিনা ……..
পুরা জটিল ,
ট্রাই করতেছি
vai bdcom.com user ami bt mac change korle bole access denied from remote pc
may be oita BTCL ar line.
R BTCL onek secure….tai tara remote pc theke mac address change kora off kore rakhche.
dekhi btcl ar sec vanggar kono way pai ki na…
ট্রাই করতেছি
না হইলে news আছে :p
hmm….
kon chennel ar news??
atn news, somoy or independent ar news naki??
atn news ar news hole beshi valo hobe……….hahahahah
thanks ঝরা পাতা
apnar naam ta amar onek valo lagbe “ঝরা পাতা “
সুন্দর পোস্ট ভাই
thanks rockstar ভাইয়া…
চরম টিউন মাথা ঘুরছে
মাথায় পানি দেন……হাহাহাহ
থাঙ্কস টিউনটি পড়ার জন্য
may be apni shaon vai……m i right?
সব ঠিক আসে কিন্তু ip কনফ্লিক্ট করে, ip কনফ্লিক্ট করলে তো যার ip সে কি ধরতে পারবে কোথায় খেকে এটা use হচ্চে ?
নাহ……….
তবে save থাকার জন্য একটা টিপস দেই.
অ tune থেকে http://www.tunerpage.com/archives/109005/
cyberghost VPN software ta use koren…
asha kori onek ta safe thakte parben.
dhonnobad apnake.