আরিফ কামাল
Latest posts by আরিফ কামাল (see all)
গ্রামীণফোনের নতুন সংযোগ নিয়ে গ্রাহকগণ উপভোগ করুন দারুণ সব অভিজ্ঞতা! আগের তুলনায় এখন আরো বেশি অফারসহ পাওয়া যাবে গ্রামীণফোনের প্রিপেইড সংযোগ! এই সংযোগ মূল্য শুধু আপনার বাজেটের মধ্যেই থাকবে না, সাথে পাবেন আরো অনেকগুলো ফ্রি অফার। মাত্র ১৪৯ টাকায় একটি গ্রামীণফোন প্রিপেইড SIM কিনে উপভোগ করুন ১৫০ টাকার বোনাস টকটাইম, ১৫০ টি SMS এবং ১৫০ MB ইন্টারনেট একদম ফ্রি! সাথে থাকবে ১০ টাকার প্রিলোডেড টকটাইম।
এতেই শেষ না! বাড়তি পাবেন আরো অনেক কিছু, আপনি যদি আপনার জিপি প্রিপেইড সংযোগটি ১৯ এপ্রিল ২০১২-এর পরে কিনেন তবে ১৯ টাকা রিচার্জ করলেই পাবেন ১৯ টাকার টকটাইম, ১৯ টি SMS এবং ১৯ টি MMS একদম ফ্রি!
অফার-এর ধরন:
সংযোগ মূল্য | ১৪৯ টাকা |
ফ্রি টকটাইম | ১৫০ টাকা |
ফ্রি SMS | ১৫০ SMS |
ফ্রি ডাটা | ১৫০ MB ইন্টারনেট |
১৯ এপ্রিল ২০১২-এর পরে একটি নতুন প্রিপেইড সংযোগ কিনলে সকল গ্রাহক উপভোগ করতে পাবেন ১৫০ টাকার টকটাইম, ১৫০ জিপি-জিপি SMS এবং ১৫০ MB ইন্টারনেট।
* গ্রামীণফোনের সকল সহজ, বন্ধু, আপন, স্মাইল, স্পন্দন, djuice এবং একতা প্রিপেইড গ্রাহকদের জন্য এই অফারটি প্রযোজ্য।
শুধু ১৯ টাকা রিচার্জ করুন এবং ১৯ কে উপভোগ করুন!
উল্লেখিত অফার ছাড়াও আরো আছে অনেকগুলো ফ্রি আইটেম, গ্রামীণফোনের সকল (সহজ, বন্ধু, আপন, স্মাইল,স্পন্দন, djuice এবং একতা প্রিপেইড) গ্রাহক ১৯ এপ্রিল ২০১২-এর পরে একটি নতুন প্রিপেইড সংযোগ কিনলে উপভোগ করতে পাবেন এই অফারটি:
রিচার্জের পরিমাণ | বোনাস টকটাইম (জিপি-জিপি) | ফ্রি SMS (জিপি-জিপি) | ফ্রি MMS(জিপি-জিপি) | মেয়াদ |
---|---|---|---|---|
১৯ টাকা | ১৯ | ১৯ | ১৯ | ১ (ক্যালেন্ডার তারিখ) |
বোনাস টকটাইম শুধু মাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে ব্যবহারযোগ্য (৪৯/৫০ পয়সা কলের ক্ষেত্রে প্রযোজ্য নয়)। ক্যাম্পেইন চলাকালীন সময় যতবার খুশি ততবার রিচার্জ করুন আর উপভোগ করুন এই অফারগুলো।
নতুন এই অফারটির বিস্তারিত:
ভয়েস কল এবং SMS-এর ক্ষেত্রে বোনাসের ধরন:
- গ্রাহকগণ ১৫০ টাকার ফ্রি বোনাস টকটাইম সমান ৩ টি কিস্তিতে পাবেন সংযোগ কেনার ৩১তম, ৬১তম, ৯১তম দিনে। তবে প্রত্যেক ভাগের সময়সীমার মধ্যে কমপক্ষে ৫০ টাকা রিচার্জ করতে হবে।
- ফ্রি বোনাস টকটাইমের মেয়াদ থাকবে ৭ দিন এবং শুধুমাত্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিপি-জিপি কলের ক্ষেত্রে ব্যবহারযোগ্য, ৪৯ /৫০ পয়সার কলের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য নয়।
- প্রিলোডেড ১৫০টি জিপি-জিপি SMS, SIM অ্যাক্টিভেশন এর সাথেই পাবেন এবং এর মেয়াদ ৩০ দিন পর্যন্ত।
- ৭২ ঘন্টার মধ্যে প্রত্যেক কিস্তির ফ্রি টকটাইম এবং ফ্রি SMS অ্যাক্টিভেট হবে।
- ফ্রি টকটাইম এবং ফ্রি SMS-এর ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল করুন যথাক্রমে *566*9# এবং *566*2# নম্বরে।
- সকল নতুন সংযোগের সাথে থাকবে ১০ টাকার প্রিলোডেড টকটাইম।
ইন্টারনেট বোনাসের ধরন:
- সকল প্রিপেইড প্যাকেজ গ্রাহকদের জন্য থাকবে ফ্রি ১৫০ MB (৩০ MB সংযোগের সাথে সাথেই পাওয়া যাবে,৩x৪০=১২০ MB ফ্রি ডাটা ৩ টি কিস্তিতে পাওয়া যাবে) ডাটা।
- গ্রাহকগণ সংযোগ কেনার সাথে যে ফ্রি ৩০ MB ডাটা পাবেন তা (মেয়াদ ৩০দিন) সংযোগের চালুর ৭২ ঘন্টার মধ্যেই অ্যাক্টিভেট হবে।
- ১২০ MB ফ্রি ডাটা ৩ টি কিস্তিতে পাবেন সংযোগের (প্রতি ইন্সটলমেন্টে ৪০ MB ফ্রি ডাটা ৭ দিন মেয়াদসহ) ৩১তম, ৬১তম, ৯১তম দিনে। তবে প্রত্যেক ভাগের সময়সীমার মধ্যে কমপক্ষে ৫০ টাকা রিচার্জ করতে হবে।
- প্রতিটি ইন্সটলমেন্ট অ্যাক্টিভেট হওয়ার পরপরই গ্রাহকগণ নোটিফিকেশন SMS পাবে।
- ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল করুন *566*10#
১৯ টাকা রিচার্জ-এর উপর বাড়তি ফ্রি অফার:
সাধারন শর্তাবলী:
- গ্রাহকগণ ১৯ টাকা রিচার্জ করবেন (Flexiload-এর মাধ্যমে) অফার চলাকালীন সময়।
- সফল ভাবে রিচার্জ-এর পর আপনার বোনাস-এর ব্যালান্স জানতে অনুগ্রহ করে ডায়াল করুন *566*8# তে টক্টাইম-এর জন্য , *566*2# তে SMS এর জন্য, *566*14# তে MMS এর জন্য।
- অফারটি শেষ হয়ে গেলে নিয়মিত কল রেট প্রযোজ্য হবে।
- ক্যাম্পেইন চলাকালীন সময় যদি কোনো গ্রাহক একই মেয়াদের মধ্যে এই অফারটি বারবার গ্রহণ করেন তবে তার অবশিষ্ট ফ্রি ব্যালেন্স সর্বশেষ ব্যালেন্সের সাথে যোগ হবে ।
ক. বোনাস অ্যাকাউন্টে ১৯ টাকার জিপি-জিপি টকটাইম
- এই বোনাস টকটাইম শুধু মাত্র জিপি-জিপি কলের ক্ষেত্রে ব্যবহারযোগ্য
- বোনাস টকটাইম ব্যবহার করা যাবে ২৪ ঘন্টার মধ্যে যেকোন সময়, তবে ৪৯/৫০ পয়সার কলের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য নয়
- FnF ক্ষেত্রে বোনাস টকটাইম প্রযোজ্য নয়
- ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *566*8#
- মেয়াদ: ১ দিন বা ক্যালেন্ডার তারিখ (অফারটি গ্রহনের সময় থেকে একই দিনের ২৩:৫৯ ঘন্টা পর্যন্ত)
খ. ১৯ জিপি-জিপি SMS
- ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *566*2#
- মেয়াদ: ১ দিন বা ক্যালেন্ডার তারিখ
গ. ১৯ জিপি-জিপি MMS
- ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *566*14#
- মেয়াদ: ১ দিন বা ক্যালেন্ডার তারিখ
অফারের সময় সীমা:
অফারটি ১৯ এপ্রিল, ২০১২ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রযোজ্য।
এখান থেকে নেয়াঃ http://www.grameenphone.com/whats-new/new-startup-offer
Gp holo “gogor fad” thanks.
nice your post
grameen phone আবার দারুণ!
grammen fone ডাকাত …
হারামি ফোন ভাই
গ্রামীন ফোন = হারামি ফোন …………. হা হা
:-)
আজকে দেখতেছি সব এ গ্রামীন এর subidha :)
জি ভ্রাতা
:P
ভাই আমরা পুরনো গ্রাহকরা কি পুরনো হয়ে গেলাম।আমাদের জন্য কি কোন offer নেয়?