হা হা হা! নিয়ে এলাম ফটোশপের বিকল্প এর ২য় পর্ব। যারা এর ১ম পর্বটি পড়েন নাই তাদের জন্য বলছি, ফটোশপের বিকল্প পোষ্টে এমন কিছু সফটওয়্যার দেখাবো যাদের কাজ ফটোশপের মাধ্যমেও করা যায় তবে তা সময় সাপেক্ষ।
আরো জানতে ফটোশপের বিকল্প এর ১ম পর্বটি দেখে নিন: http://www.tunerpage.com/archives/78924
আজকের পর্বের শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজ মাথা নিয়ে গবেষণা করবো! হা হা হা হা!
আজকের সফটওয়্যারটির নাম হচ্ছে Face off Max. যার কাজ হচ্ছে একজনের মাথা আরেকজনের ছবিতে বসানো। এই কাজটি ফটোশপের মাধ্যমে ও করা যায়। তবে ফটোশপে এই মাথা কাজটি নিখুঁদ ভাবে সম্পন্ন করতে সময় এর প্রয়োজন।
যা হোক আপনাদেরকে দেখাচ্ছি এই সফটওয়্যারটির কাজ কি। আসুন :
১। সফটওয়্যারটি ওপেন করুন।
২। নিউ প্রজেক্ট এ টিক দিয়ে Next এ ক্লিক করুন। এখানে বডির ছবি চাইবে। (যেখানে মাথা বসাবেন)
৩। আপনাদের সুবিধার জন্য ডিফল্ট ভাবে যে বডি ছবি দেওয়া আছে যেগুলো দিয়েই দেখাচ্ছি। Body Library এ টিক দিয়ে Next এ ক্লিক করুন।
১০-১২টা বডি থেকে যেকোন একটি বডি নির্বাচন করুন। Next এ ক্লিক করুন।
৪। এখন সফটওয়্যারটি আপনার মাথা (!) চাইবে। এখন ডিফল্ট ৩টি মাথার ছবি দেওয়া আছে। সিলেক্ট ফ্রম ফাইল থেকে নিজের কাষ্টম মাথার ছবি দিতে পারেন অথবা ওয়েবক্যাম অপশনের মাধ্যমে সরাসরি মাথার ছবি তুলে ইনপুট দিতে পারেন।
আপনাদের জন্য ডিফল্ট মাথার ছবি সিলেক্ট করছি ।
এখন যেই ছবিটা ওপেন করলেন সেখানের শুধু মাথার অংশটি সিলেক্ট করুন। অবশ্যই সিলেক্টশন বক্স মাথার চেয়ে একটু বেশি মাপে সিলেক্ট করতে হবে। Next এ ক্লিক করুন।
এখানে ব্রাশ টুলের সাহায্যে আপনাকে শুধু মুখমন্ডলটি নির্বাচন করতে হবে। ধীরে ধীরে এ কাজ টি সম্পন্ন করুন। Next এ ক্লিক করুন।
এখানে কির্বোড ও মাউসের সাহায্যে মাথাটিকে ছোট-বড় করে ছবির সাথে মিলিয়ে নিন। Next এ ক্লিক করুন।
এখানে আরো সুন্দর করে মাথাটিকে ছবির সাথে মিলিয়ে নিন ধীরে ধীরে, Next এ ক্লিক করুন।
এখানে ছবির উজ্জ্বলতার সাথে মাথার উজ্জ্বলতা মিলিয়ে নিন। Next এ ক্লিক করুন।
এবার রং মিলিয়ে নিন। Next এ ক্লিক করুন।
এখানে ছবির সাথে মাথাটির Skin Tone মিলিয়ে নিন। Next এ ক্লিক করুন।
এখন হচ্ছে ফাইনাল স্টেপ। ছবির সাথে মাথাটির ফাইনাল ফিনিশিং দিন। Next এ ক্লিক করুন।
এখন চাইলে ছবিতে আপনি টেক্স বা বেলুন টাইপের লেখা যোগ করতে পারেন। যোগ না করতে চাইলে Finish এ ক্লিক করুন ।
এখন ছবি সংরক্ষণ করুন।
এই কাজটি ফটোশপেও কাটা-কাটির মাধ্যমে করা যায়। ফটোশপের মাধ্যমে কিভাবে করে সেটা অন্য আরেক দিন দেখাবো। আজ থাক।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/?wsddoax1t9mfeoi
Or
http://www.mediafire.com/?es2csticetcl0sq
Or
http://www.mediafire.com/?2kre4eea9h7phhd
ডাউনলোড করে কীজেন / Crack এর সাহায্যে ফুল ভার্সন একটিভ করিয়ে নিন। একটিভ করার সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন।
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।
সামনের পর্বে থাকছে আরো নতুন কিছু ফটোশপের বিকল্প সফটওয়্যারগুলো নিয়ে।
apu darun
ভাই এইটা আরও কঠিন……।।
হমম শিখতে হবে তো
ধন্যবাদ ভাই
দারুন
ভাই এইটা আমি একটা টিউন দেখে সফটওয়্যার টা ইউস করা শিখেছিলাম
শেয়ার করার জন্য ধন্যবাদ