তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ধরা দিচ্ছে প্রযুক্তির নাগালের অবস্থানরত মানুষের হাতে। প্রযুক্তি নির্ভর মানুষগুলোর কারণেই তথ্যপ্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের কিছু প্রযুক্তি পাগল এবং পরিশ্রমি ভাইয়েরা আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদেরই কয়েকজন আমাদের শিখিয়েছেন- ব্রগ তৈরী, ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরী, হ্যাকিং, প্রোগ্রামিংসহ প্রযুক্তির অজানা অনেক কিছু। আজ আমাদের এক ভাই ট্রিপল এস শিখাচ্ছেন wordpress.org এর টিউটোরিয়াল।
আমাদের টিজে ট্রিপল এস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে wordpress.org এর টিউটোরিয়ালটি উপস্থাপন করেছেন অত্যান্ত নিখুঁতভাবে। টিউনারপেজ বাংলা ব্লগ এর সকল সদস্য, ভিসিটর ও টিজে’দের পক্ষ থেকে ট্রিপল এস কে জানাই আন্তরিক শুভেচ্ছা। নিচে তার সবগুলো পোস্ট দেয়া হয়েছে। শেষ পর্ব না পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যখনি উনি নতুন পর্ব লিখবেন এখানে সেই পর্বটি আপডেট করে দেয়া হবে।

ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ও সাইট দেখে আমাদের কখনও না কখনও অবশ্যই ইচ্ছা হয়েছে নিজের একটা সাইট বা ব্লগ বানানোর। যেখানে আমি ভিজিটরদের দেখাতে পারতাম আমার প্রতিভা, আমার সৃষ্টি। তবে প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে অনেকেরই সেটা করা হয়ে ওঠে না। কিসের মাধ্যমে ব্লগ বা সাইট বানাবো ? কীভাবে বানাবো ? কিভাবে এই ব্লগ বা সাইট ব্যবহার করবো […]

Doamin কি? Domain হলো আপনার ব্লগ বা সাইটের Web Address। এর মাধ্যমেই ভিজিটররা আপনার ব্লগ বা সাইটকে চিনবে। উদাহরণস্বরূপ – টিউনারপেজ-এর Domain হলো – “tunerpage.com”। কোথায় পাব? বিভিন্ন কোম্পানি Domain বেচা-কেনা করে থাকে। আবার Free Domain-ও পাওয়া যায়। আমরা এখন Free Domain রেজিস্টার করবো। বিভিন্ন Free Domain পাওয়া যায়। যেমন – .co.cc , .cu.cc , […]

Hosting কি? সাইট বা ব্লগ বানানোর জন্য শুধু Domain থাকলেই হবে না। এর জন্য প্রয়োজন একটা Hosting একাউন্ট। যেখানে আপনার ফাইল গুলো রাখা হবে। বিভিন্ন কোম্পানির কাছ থেকে Hosting কেনা যায়। আমরা আলোচনা করব Free Hosting রেজিস্ট্রেশন নিয়ে। কোথায় পাবো? নেটে অনেক Free Hosting Provider Site রয়েছে। Google-এ সার্চ করলে এসব পাওয়া যাবে। আমি সাজেস্ট […]

WordPress কয়েকভাবে ইন্সটল করা যায়। যেমন – FTP Client দিয়ে। Online FTP Manager, Net2FTP দিয়ে। Auto Application Installer দিয়ে। FTP Client দিয়ে আপলোড করতে গেলে নেট কানেশন বারবার ডিসকানেক্ট হতে পারে। তাছাড়া স্পিডও অনেক কম পাওয়া যায়। Auto Application Installer দিয়ে ইন্সটল করতে গেলে বেশিরভাগ সময়ই WordPress লেটেস্ট ভার্সন পাওয়া যায় না। আমার মতে সবচেয়ে […]

আমরা WordPress ইন্সটলেশন শেষ করেছি। এখন যেটা জানা প্রয়োজন তা হলো, WordPress-এর DashBoard-এর সম্পর্কে স্বচ্ছ ধারণা। DashBoard কি? কিভাবে ইউজ করা যায়? কোন মেনুর কাজ কি? ইত্যাদি… এই পর্বে সেটাই আলোচনা করবো। DashBoard কি? WordPress-এ DashBoard হলো সেই জায়গা যেখান থেকে সাইটের Admin সম্পূর্ণ সাইটকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া অন্যান্য ব্যবহারকারীরা নিজেদের […]

WordPress সাইট যখন বানানো হলোই তখন অনেকেরই হয়তো মনে হবে, সবকিছু যদি বাংলায় হতো ! সবাই যাতে নিজের ভাষায় WordPress ব্যবহার করতে পারে তার ব্যবস্থা কিন্তু WordPress-এ রয়েছে। বর্তমানে ৬৭টা দেশের ভাষায় WordPress ব্যবহার করা যায়। এই পর্বে আমরা শিখব কিভাবে WordPress-এ বাংলা ভাষা ইন্সটল করা যায়। তিন ধাপে এটা করা যায়: বাংলা Language […]

FavIcon কি? এড্রেসবারে ওয়েবসাইট বা ব্লগের Domain Name -এর ঠিক বাম দিকে ছোট একটা চিহ্ন বা ছবি থাকে। এটাকেই ওয়েব জগতের ভাষায় FavIcon বলে। যেমন – টিউনারপেজ-এর Favicon হলো: কেন FavIcon ব্যবহার করবো? FavIcon আপনার সাইট এর স্বতন্ত্র বিশেষ বৈশিষ্ট্য বহন । FavIcon ব্যবহারের কারণে আপনার সাইটকে ভিজিটরা অন্যান্য সাইট থেকে আলাদা করতে পারবে […]

WordPress-এ Theme একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভালো একটা Theme ভিজিটরদের উপর ভালো প্রভাব ফেলে। এই পর্বে আমরা শিখবো কিভাবে WordPress-এ Theme ইন্সটল করা যায়। কয়েকটি ধাপে আমরা কাজটাকে ভাগ করে নেই, তাহলে সুবিধা হবে: WordPress Official Site থেকে Theme খোঁজা WordPress Official Site থেকে পাওয়া Theme ইন্সটলেশন অন্যান্য জায়গা […]

WordPress কাস্টোমাইজেশনের জন্য PlugIns একটা খুবই প্রয়োজনীয় জিনিস। WordPress-এর জন্য হাজার হাজার PlugIns পাবেন WordPress-এর Official Site-এ। আসুন দেখি কিভাবে PlugIns ইন্সটল করা যায়। PlugIns ইন্সটল করা আপনার সাইটের Admin Panel-এ LogIn করুন। “Plugins” Menu-এর Sub-Menu “Add New” -এ ক্লিক করুন। Search বক্সে […]

WordPress এমন একটা ব্যবস্থা যেখানে সবকিছু আপনার প্রয়োজনমত সাজিয়ে নিতে পারেন। আজকে আমরা দেখবো কিভাবে WordPress-এ বিভিন্ন জায়গায় নিজের মতো অনুবাদ করে নেওয়া যায়। সাধারণত ৩ জায়গায় অনুবাদ করা দরকার পরে। DashBoard Translation Theme Translation Plugin Trasnlation DashBoard Translation আমরা আগেই দেখেছি কিভাবে WordPress-এর DashBoard-এ বাংলা ভাষা ইন্সটল করা হয়। অনেক সময় এখানে কোন […]

WordPress এমন একটা ব্যবস্থা যেখানে সবকিছু আপনার প্রয়োজনমত সাজিয়ে নিতে পারেন। আজকে আমরা দেখবো কিভাবে WordPress-এ বিভিন্ন জায়গায় নিজের মতো অনুবাদ করে নেওয়া যায়। সাধারণত ৩ জায়গায় অনুবাদ করা দরকার পরে। DashBoard Translation Theme Translation Plugin Trasnlation গতপর্বে আমরা দেখেছিলাম কিভাবে DashBoard ট্রান্সলেট করতে হয়। এই পর্বে আমরা Themes ট্রান্সলেশন করা শিখবো। […]

WordPress এমন একটা ব্যবস্থা যেখানে সবকিছু আপনার প্রয়োজনমত সাজিয়ে নিতে পারেন। আজকে আমরা দেখবো কিভাবে WordPress-এ বিভিন্ন জায়গায় নিজের মতো অনুবাদ করে নেওয়া যায়। সাধারণত ৩ জায়গায় অনুবাদ করা দরকার পরে। DashBoard Translation Theme Translation PlugIn Translation আমরা এ পর্যন্ত কিভাবে DashBoard ও Theme ট্রান্সলেট করতে হয় দেখেছি। এই পর্বে আমরা PlugIns ট্রান্সলেশন করা […]

WordPress-এর DashBoard-কে সাইট তৈরির সময় পরিবর্তন করে নিতে হয়। এতে আপনার সাইটের স্বাতন্ত্র প্রকাশ পায়। DashBoard কাস্টোমাইজেশন Manually করা যায় আবার PlugIns দিয়েও করা যায়। Manually কোন জিনিস করার মজাই আলাদা, আর আমরা যেহেতু শিখছি, তাই কোন কিছু Manually করলে WordPress সম্পর্কে ধারণা আরও বাড়বে। তাই, এসব জিনিস Manually করাই ভালো। অবশ্য কারো Manually করতে […]

WordPress-এর DashBoard-কে সাইট তৈরির সময় পরিবর্তন করে নিতে হয়। এতে আপনার সাইটের স্বাতন্ত্র প্রকাশ পায়। DashBoard কাস্টোমাইজেশন Manually করা যায় আবার PlugIns দিয়েও করা যায়। Manually কোন জিনিস করার মজাই আলাদা, আর আমরা যেহেতু শিখছি, তাই কোন কিছু Manually করলে WordPress সম্পর্কে ধারণা আরও বাড়বে। তাই, এসব জিনিস Manually করাই ভালো। অবশ্য কারো Manually করতে […]

WordPress-এর DashBoard-কে সাইট তৈরির সময় পরিবর্তন করে নিতে হয়। এতে আপনার সাইটের স্বাতন্ত্র প্রকাশ পায়। DashBoard কাস্টোমাইজেশন Manually করা যায় আবার PlugIns দিয়েও করা যায়। Manually কোন জিনিস করার মজাই আলাদা, আর আমরা যেহেতু শিখছি, তাই কোন কিছু Manually করলে WordPress সম্পর্কে ধারণা আরও বাড়বে। তাই, এসব জিনিস Manually করাই ভালো। অবশ্য কারো Manually করতে […]

WordPress-এর DashBoard-কে সাইট তৈরির সময় পরিবর্তন করে নিতে হয়। এতে আপনার সাইটের স্বাতন্ত্র প্রকাশ পায়। DashBoard কাস্টোমাইজেশন Manually করা যায় আবার PlugIns দিয়েও করা যায়। Manually কোন জিনিস করার মজাই আলাদা, আর আমরা যেহেতু শিখছি, তাই কোন কিছু Manually করলে WordPress সম্পর্কে ধারণা আরও বাড়বে। তাই, এসব জিনিস Manually করাই ভালো। অবশ্য কারো Manually করতে […]