Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

টিউন শেয়ারিং...facebook Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।twitter Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।google Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।pinterest Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।email Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

খুব সহজেই হ্যাক করুন Windows 7 / 8 এর Password।

hacked message Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

এই ট্রিকটির মাধ্যমে আপনি যেকোনো কারো কম্পিউটার এর Password না জেনেও তা চেঞ্জ করে দিতে পারবেন।

এই টিউনটি শুধুমাত্র শিখার জন্য কারো ক্ষতি করবার জন্য নয়।

এটি আমার ক্ষেত্রে কাজ করেছে।

আশা করি আপনাদের খেত্রেও কাজ করবে।

এটা একটি উইন্ডোজ ৭ ও ৮ এর ট্রিক।

এর মাধ্যমে আপনি কোন কম্পিউটার এর Password না জেনেও চেঞ্জ করে দিতে পারবেন।

প্রতিটা স্টেপ মনোযোগ সহকারে করলে আশা করি ট্রিকটি আপনাদের ক্ষেত্রে কাজ করবে।

এতি খুব সহজ একটি ট্রিক।

১/প্রথমে উইন্ডোজ এর সিএমডি ওপেন করতে হবে,

chnage windows password1 Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

২/তারপর টাইপ করুন
net user (অ্যাকাউন্ট এর নাম) (আপনার Password)

wb8hhz Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

৩/দেখুন কম্পিউটার এর Password চেঞ্জ হয়ে গেছে।

এই ট্রিকটি সুধুমাত্র উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে কাজ করবে।

কাজ করলে অবশ্যই কমেন্ট করবেন।

About The Author

Related posts

21 Comments

  1. Imtiaz Kabir

   ভাই আমিও এটা অনেক আগে থেকেই জানি তবে আজ শেয়ার করলাম।
   না অফ থাকা অবস্থায় কোনোভাবেই আপনি Password বদলাতে পারবেননা।
   কম্পিউটার লগ ইন অবস্থায় থাকতে হবে।

 1. Harry

  Computer log off অবস্থায় থাকলে কিভাবে password hack করা যায় পারলে ওইটা বলেন । ওইটা জানতে পারলে বিপদে আপদে কাজে লাগত । কিন্তু অন করা বা log in করা অবস্থায় password hack করে লাভ কী ? ? ?আপনি যেটা শিখালেন তাতে করে পোলাপাইন অন্যের computer এর password change করে দিয়ে আসবে । এতে করে তার তো কোন লাভ হবে না বরং অন্যের মাথা নষ্ট হওয়ার মত অবস্থা হবে । সে যদি একবার computer off করে তবেই তো তার বারোটা বেজে যাবে । তাছাড়া Computer log off অবস্থায় password hack করার কোন উপায় নেই । তখন বেচারাকে নতুন করে windows setup দেয়া ছাড়া কোন উপায় ই থাকবে না ।

Leave a Reply

পিসির সমস্যা হাজারো, সমাধান একটি টিউনারপেজ হেল্প লাইন
৯,০০০ অনলাইন গেমস নিয়ে মেতে উঠুন টিউনারপেজ গেমস জোন
Close
ইমেইলের মাঝে প্রতিদিন নতুন পোস্ট লিস্ট

টিউনারপেজের প্রতিদিনের সবগুলো টিউন্স-এর একটি লিস্ট আপনার ইমেইলে পৌঁছে যাবে। তাই এখুনি সাবস্ক্রাইব করুন এবং নিজের ইমেইল আইডি টি অবশ্যই ভেরিফাই করে নিবেন প্রতিদিনের লিস্ট পেতে। ধন্যবাদ।