Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

21
1482

খুব সহজেই হ্যাক করুন Windows 7 / 8 এর Password।

Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

এই ট্রিকটির মাধ্যমে আপনি যেকোনো কারো কম্পিউটার এর Password না জেনেও তা চেঞ্জ করে দিতে পারবেন।

এই টিউনটি শুধুমাত্র শিখার জন্য কারো ক্ষতি করবার জন্য নয়।

এটি আমার ক্ষেত্রে কাজ করেছে।

আশা করি আপনাদের খেত্রেও কাজ করবে।

এটা একটি উইন্ডোজ ৭ ও ৮ এর ট্রিক।

এর মাধ্যমে আপনি কোন কম্পিউটার এর Password না জেনেও চেঞ্জ করে দিতে পারবেন।

প্রতিটা স্টেপ মনোযোগ সহকারে করলে আশা করি ট্রিকটি আপনাদের ক্ষেত্রে কাজ করবে।

এতি খুব সহজ একটি ট্রিক।

১/প্রথমে উইন্ডোজ এর সিএমডি ওপেন করতে হবে,

Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

২/তারপর টাইপ করুন
net user (অ্যাকাউন্ট এর নাম) (আপনার Password)

Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

৩/দেখুন কম্পিউটার এর Password চেঞ্জ হয়ে গেছে।

এই ট্রিকটি সুধুমাত্র উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে কাজ করবে।

কাজ করলে অবশ্যই কমেন্ট করবেন।

21 মন্তব্য

  1. Computer log off অবস্থায় থাকলে কিভাবে password hack করা যায় পারলে ওইটা বলেন । ওইটা জানতে পারলে বিপদে আপদে কাজে লাগত । কিন্তু অন করা বা log in করা অবস্থায় password hack করে লাভ কী ? ? ?আপনি যেটা শিখালেন তাতে করে পোলাপাইন অন্যের computer এর password change করে দিয়ে আসবে । এতে করে তার তো কোন লাভ হবে না বরং অন্যের মাথা নষ্ট হওয়ার মত অবস্থা হবে । সে যদি একবার computer off করে তবেই তো তার বারোটা বেজে যাবে । তাছাড়া Computer log off অবস্থায় password hack করার কোন উপায় নেই । তখন বেচারাকে নতুন করে windows setup দেয়া ছাড়া কোন উপায় ই থাকবে না ।

একটি উত্তর ত্যাগ