Latest posts by মহা প্লাবন (see all)
- চালু হল দেশের সর্ব প্রথম সম্পূর্ণ “বাংলা টেকনোলজি সার্চ ইঞ্জিন” - 24/02/2013
- ওয়ার্ডপ্রেস সমস্যার সমাধান নিয়েঃ টিউটোরিয়াল-১ (অ্যাডমিন পাসওয়ার্ড রিসেট কাজ না করার সমাধান) - 01/02/2013
- জুমলা (CMS) দিয়ে ওয়েবসাইট তৈরি করুন – ক্লাস ১৬ (জুমলার ওয়েব সাইট রাখুন সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষা করুন হ্যাকিং থেকে পার্ট ২) - 03/11/2012
আবারো সবাইকে স্বাগতম জানাই আমার ওয়েবসাইট তৈরি করুন জুমলা (CMS) দিয়ে – ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাস ১১ এ। আসা করি সবাই নিয়মিত পড়ছেন আমার আর্টিকেল গুলো। নতুন ইউসার রা আমার প্রোফাইল ভিসিট করে পুরনো পর্ব গুলো দেখে নিন। আজকে আমি দেখব কিভাবে আপনি আপনার জুমলা সাইটের জন্য Search Engine Optimization URLs তৈরি করে নিতে পারবেন ভাল মানের এসইও করার জন্য। এসইও বিষয়ে আরো বিস্তারিত জানতে ভিসিট করুন “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখুন ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে” সমস্ত সার্চ ইঞ্জিন গুলোতে আপনার সাইট যদি পরিদর্শন করাতে চান তাহলে এটি আপনার জন্য খুব গুরুত্য পূর্ণ যে আপনার সাইটের লিংক বা ইউআরএল গুলো হতে হবে এসইও ইউআরএল টাইপ। আজকে আমরা সেটাই দেখব এই পর্বে।
Joomla Search Engine Optimization
Step 1. প্রথমে আপনার Enable mod_rewrite এনাবল করে নিতে হবে নিজে না পারলে আপনার হোস্ট সার্ভার কে বলুন তারা করে দিবে তারপরে আপনার হোস্ট এর মাঝে থাকা htaccess.txt টিকে রিনেম করে নাম
দিতে হবে .htaccess (অবশ্যই ফাইলটির ব্যাকআপ রেখে কাজ করবেন।)
Step 2. এবার Joomla’র SEO অপশন চালু করতে হবে সেজন্য Site -> Global configuration তে চলে যান আপনার জুমলা অ্যাডমিন পানালে ঢুকে।
Step 3. এবার SEO Settings এর মাঝে একটি সেকশন বদল করতে হবে Search Engine Friendly URLs এর Use Apache mod_rewrite অপশন টি Yes করে দিন।
Step 4. এবার [Save] এ ক্লিক করুন উপরের ডান পাসের মানু থেকে।
এবার আপনার ইউআরএল লিংক গুলো বদল হয়ে যাবে ধরুন আপনার সাইটের “About us” পেজের পূর্বের লিংক ছিল এটি
http://your_domain_name.com/index.php?option=com_content&view=article&id=1&Itemid=2
আপনাকে এটি পরিবর্তন করে দিতে হবে
http://your_domain_name.com/About-us
যদি কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে মন্তব্য করে আমাকে জিজ্ঞাস করুন আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। এবং নিয়মিত পোস্ট করে যান নিজেরা যতটুক পারেন সকলের পোস্ট এর মাঝে মন্তব্য করে উৎসাহ দিতেও ভুলে গেলে কিন্তু চলবে না। ধন্যবাদ সবাইকে।
chorom bro
শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ভালো পোস্ট।
অসম হইছে|
plabon viya rocks :)
চরম থেকে চরমতর
বুঝিনি ! তাতে কি হয়েছে ? যখন বুঝবো তখন দেখবো ! :D তাই প্রিয়তে রাখলাম ! ধন্যবাদ