সবাই আমার সালাম/নমষ্কার নিবেন। আশা করি সবাই ভালো আছেন ????? আজ হাজির হলাম আরো একটা ফালতু পোষ্ট নিয়ে। অনেক সময় আমাদের জানার দরকার হয় যে আমার কম্পিউটারে আমি না থাকাকালীন কি করা হয়েছে, কি দেখা হয়েছে এবং আরো অনেক কিছু। চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে এটা করা যায় দুইটি নিয়মে কোন সফটওয়্যার ছাড়া।
১। i) প্রথমে Start এ ক্লিক করুন। তারপর আবার Run এ ক্লিক করুন।
ii) এবার আসলে Open এর ঘরে recent লিখে কিবোর্ড থেকে এন্টার অথবা Ok ক্লিক করুন। আর দেখুন আপনার সামনে চার্ট হাজির এখন আপনি দেখতে পারবেন কে আপনার কম্পিউটারে কি দেখছে, কি করেছে।
২। i) প্রথমে ডেক্সটপ থেকে My Computer অপেন করুন। তারপর Ctrl+H (Ctrl+H মানে Ctrl এ চাপ দিয়ে ধরে রেখে H ) চাপুন।
ii) আর মজা দেখুন আপনার ডান সাইডে সব হিষ্টরি হাজির এখন আপনি যে দিন/সপ্তাহ/মাস এর হিষ্টরি দেখতে চান সেখানে ক্লিক করলেই সব দেখতে পারবেন।
*** আমি টিউন গুছিয়ে লিখতে পারি না আর তেমন এক্সপার্টও না তাই টিউনে ভুল/ত্র“টি হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন ***
******** সবাই কে ধন্যবাদ। ভালো থাকবেন।। ********
******** সমাপ্ত ********
falto and josh
যথেস্ট পরিমাণে ফালতু টিউন :P
শেয়ার করার জন্য ধন্যবাদ…অনেক কাজে দিবে টিউনটি :)
খুব ভালো টিওন
ফালতু না লিখে চরম লিখেননন
দারুন পোস্ট, অনেক ধন্যবাদ আপনাকে.
খুব সুন্দর টিউন, খুব কাজের জিনিস। ধন্যবাদ আপনাকে। ., :) :)
অনেকেই পোষ্টটাকে বাজে বলতে পারে। এটাও বলতে পারে যে, এই ধরনের বাজে ও সাধারণ জিনিস নিয়ে পোষ্ট করলে ব্লগে ভিজিটর আসবে না। কিন্তু তারা এটা চিন্তা করে না যে, তারা এক সময় কিছুই জানতো না। পরে আস্তে আস্তে জেনেছে। যারা কম্পিউটার জীবনে নতুন তাদের জন্য এই পোষ্ট হল অসাধারণ পোষ্ট। যেমনঃ-
আমি কম্পিউটারের কাজে একদমই নতুন। তাই এটা আমার কাছে অসাধারণ লেগেছে। সবাই হাত তালি দেন :P :D :D :D :D :D
বরাবরের মতোই ভাল লেগেছে পোষ্টটি। চালিয়ে যান :)
চরম একটা ফালতু পোস্ট :প
:D
ধন্যবাদ শেয়ার করার জন্য
ফালতু নই
দারুন পোস্ট কিন্তু ভুয়া না লিখলে মনে হয় ভাল হত :)